AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যাপ্টেনের ভুলেই বেড়েছে নিখোঁজের সংখ্যা


Ekushey Sangbad

০৫:৪৩ এএম, এপ্রিল ২২, ২০১৪
ক্যাপ্টেনের ভুলেই বেড়েছে নিখোঁজের সংখ্যা

একুশে সংবাদ : জাহাজের কর্মীদের পরামর্শ মেনে চললে যাত্রীদের ডুবে যাওয়ার কোনও আশঙ্কাই নেই। চার বছর আগে এ ভাবেই সকলকে অভয় দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার ডুবে যাওয়া জাহাজের ক্যাপ্টেন লি জুন-সিওক। অথচ গত বুধবার সমুদ্রে যখন জাহাজটি ডুবছে, তখনও এই ক্যাপ্টেন ও তার কর্মীরা যাত্রীদের জাহাজ থেকে না নামার পরামর্শ দিয়ে গিয়েছেন। এমন ভুলকে খুনেরই সামিল বললেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইয়ের। ডুবে যাওয়া ফেরিটির যাত্রীদের মধ্যে এখনো নিখোঁজ ২৩৮। তাঁদের আত্মীয়রাও বুঝতে পারছেন, নিকটজনদের জীবিত ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। প্রবল স্রোতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পরিজনেরা উদ্ধারকাজে প্রশাসনের ঢিলেমির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। আর তাঁদের ক্ষোভ উস্কে দিয়েছে জাহাজের ক্যাপ্টেনের ভূমিকা। এ দিন জানা গিয়েছে জাহাজটি যখন ডুবছে, তখন ‘ভেসেল কন্ট্রোলার’ -এর পক্ষ থেকে বার বার বলা হয়েছিল, যাত্রীদের অন্তত লাইফ-জ্যাকেট পরিয়ে জাহাজ থেকে বার করে আনতে। তাতে তাঁরা অন্তত কিছু ক্ষণ ভেসে থাকতে পারতেন। কিন্তু ক্যাপ্টেন তা করেননি। শেষমেশ যখন ওই প্রক্রিয়া শুরু হয়, তখন প্রায় চল্লিশ মিনিট কেটে গিয়েছে। ক্যাপ্টেন ও বাকি কর্মীরা আশ্রয় নিয়েছেন লাইফবোটে। পুরো বিষয়টায় ক্যাপ্টেন ও তাঁর দুই কর্মীর ভূমিকা খতিয়ে দেখতে আগেই তাঁদের গ্রেপ্তার করে দক্ষিণ কোরিয়ার পুলিশ। পরে আরও চার জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে তারা। তথ্য বলছে, ডুবে যাওয়ার আগে একাধিক বার গতিপথ পরিবর্তন করেছিল জাহাজটি। কিন্তু কেন, তা জানা যায়নি। একুশে সংবাদ ডটকম/প্রতিনিধি/আর/২২-০৪-০১৪:
Link copied!