AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী!


Ekushey Sangbad

০৭:০৬ এএম, এপ্রিল ২২, ২০১৪
লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী!

jjjjjjjjjjjjj একুশে সংবাদ : কথায় বলে যা নেই মহাভারতে তা নেই ভারতে! শুরুটা করেছিলেন মহাভারত খ্যাত (কু-খ্যাত) শিখণ্ডী। লিঙ্গ বদলে নারী থেকে তিনি হয়েছিলেন শিখণ্ডী। তারপর থেকে ওই পথে হেঁটেছেন অনেকেই। এবং তাঁদের নানা ভাবে ক্ষতবিক্ষত করেছে সমসাময়িক সমাজ। তবে রূপান্তরকামীরা এসবের তোয়াক্কা করেননি। সম্প্রতি আরো একবার সমাজের কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে পুরুষ থেকে নারী হলেন সত্যজিত্‍‌। বর্তমানে তিনি খোয়াইশ নামেই পরিচিত। এমন ঘটনা এই প্রথম ঘটেছে রাজস্থানের মতো গোঁড়া রাজ্যে। সত্যজিতের এই স্বপ্ন পূরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন তাঁর পরিবার, সমাজ। কিন্তু কোনো কিছুই আটকাতে পারেনি তাঁকে। শুধু সেক্স চেঞ্জই নয়, বিমান সেবিকা হওয়ার বহুদিনের লালিত স্বপ্নও পূরণ করার পথে পা বাড়িয়েছেন তিনি। বলিউডেও নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে চান খোয়াইশ। খোয়াইশ জানিয়েছেন মুম্বাইতে বহু ডাক্তারের সঙ্গে কথা বললেও সেভাবে সাহস জড়ো করতে পারেননি। অবশেষে দিল্লিতে ডা. এস ভি কোতওয়ালের কথায় ভরসা পেয়ে সেখানেই অস্ত্রপচার করান। তবে অস্ত্রপচারের আগে দেড় বছর মানসিক প্রস্তুতির মধ্য দিয়ে তাঁকে যেতে হয়েছে। সেই সময়ে মেয়েদের মতো জীবনযাপন করতে হয়েছিল তাঁকে। উচ্ছ্বসিত খোয়াইশ জানিয়েছেন এই নতুন জীবনে তিনি খুবই খুশি। একুশে সংবাদ ডটকম/এমপি/২২-০৪-১৪
Link copied!