AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মঞ্জুর হত্যা মামলা : তদন্ত প্রতিবেদনের জন্য সময়ে আবেদন


Ekushey Sangbad

০৬:৫৭ এএম, এপ্রিল ২২, ২০১৪
মঞ্জুর হত্যা মামলা : তদন্ত প্রতিবেদনের জন্য সময়ে আবেদন

একুশে সংবাদ : মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে তিন মাস সময়ের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আজ মঙ্গলবার ঢাকার প্রথম ও অতিরিক্ত দায়রা জজ খন্দকার হাসান মাহমুদ ফিরোজের আদালতে এই আবেদন করা হয়। আদালতের নির্দেশে অধিকতর তদন্ত শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল। সময় আবেদন বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রচি জানিয়েছেন, তদন্ত শেষ করতে আরও সময়ের প্রয়োজন। তাই আমরা তিন মাস সময়ের আবেদন জানিয়েছি। এদিকে মামলার শুনানিতে হাজিরা দিতে আদালতে হাজির হয়েছেন মামলার প্রধান আসামি বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ এবং অপর দুই আসামি মেজর (অব.) কাজী এমদাদুল হক ও লে. কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া। জেনারেল মঞ্জুরকে হত্যার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা হয়। মামলাটি করেন তার ভাই ব্যারিস্টার আবুল মনসুর আহমেদ। ১৯ বছর ধরে মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সংখ্যক বার এ মামলার বিচারক বদল হয়েছেন। ১৯ বছরে পরিবর্তন হয়েছেন ২৩ জন বিচারক। সর্বশেষ রায়ের দিন কয়েক আগে আকস্মিকভাবে বদল হয়ে যান বিচারক হোসনে আরা। ঢাকা জেলা ও দায়রা জজ প্রশাসনিক আদেশ দিয়ে বিচারক বদল করেন। এ মামলার মূল আসামি সাবেক সেনা শাসক ও বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ। মামলার অভিযোগপত্রে বলা হয়, ১৯৮১ সালে তত্কালীন সেনাপ্রধান এরশাদের পরিকল্পনা ও নির্দেশে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুরকে হত্যা করা হয়। মোট আসামি ৫ জন। এর মধ্যে দুই আসামি মেজর জেনারেল (অব.) আব্দুল লতিফ ও লে. কর্নেল (অব.) শামসুর রহমান শামসের বিচার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। কিন্তু স্থগিতাদেশ প্রত্যাহার এবং রুল নিষ্পত্তিতে রাষ্ট্রপক্ষের কোন উদ্যোগ নেই। গত ২৭ ফেব্রুয়ারি বিচারক হাসান মাহমুদ ফিরোজ এই দুজনের স্থগিতাদেশের বিষয়ে সর্বশেষ অবস্থা আদালতকে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেন। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২২-০৪-০১৪:
Link copied!