AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধানমন্ডি মাঠ রক্ষায় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট


Ekushey Sangbad

০৭:০৫ এএম, এপ্রিল ২২, ২০১৪
ধানমন্ডি মাঠ রক্ষায় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

একুশে সংবাদ : রাজধানীর ধানমন্ডি খেলার মাঠ রক্ষায় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে, এ খেলার মাঠে প্রবেশের অভিযোগে করা মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেছেন চার পরিবেশবাদী। সকালে স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব ও স্থানীয় বাসিন্দা ফারজানা শাহনাজসহ ছয়জন রিট আবেদনটি করেন। আবেদনে ধানমন্ডি খেলার মাঠে চলমান অবৈধ স্থাপনা নির্মাণকাজ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। সেখানে থাকা অবৈধ স্থাপনা অপসারণ ও জনগণের প্রবেশাধিকার নিশ্চিতের আরজি জানানো হয়েছে। এ ছাড়া মাঠ রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি হবে না, এ মর্মেও রুল চাওয়া হয়েছে। স্থপতি ইকবাল হাবিব সাংবাদিকদের বলেন, অবৈধ স্থাপনা অপসারণ ও মাঠের ভেতরে অবৈধ নির্মাণকাজ বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়েছে। তিনি আরো বলেন, আবেদনে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নসচিব, গৃহায়ণ ও গণপূর্তসচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক, রাজউকের পরিচালক (প্রশাসন), স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বিবাদী করা হয়েছে। এদিকে, এ খেলার মাঠে প্রবেশের অভিযোগে করা মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করেছেন চার পরিবেশবাদী। সকালে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। আত্মসমর্পণ করা আন্দোলনকারীরা হলেন: স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ইকবাল হাবিব, সালমা এ সফি ও কামরুন্নাহার। মহানগর হাকিম এম এ সালামের আদালতে আজ দুপুর ১২টায় তাদের জামিনের বিষয়ে শুনানি হবে। ধানমন্ডির খেলার মাঠ জনসাধারণের জন্য খুলে দেয়ার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে গত শুক্রবার মামলা করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ। ওই দিন সকালে আন্দোলনকারীরা মাঠে ঢুকে সমাবেশ করার পর দুপুরে ক্লাব কর্তৃপক্ষ ফটক ভেঙে মাঠে অনধিকার প্রবেশের অভিযোগে এ মামলা করে। ধানমন্ডি থানার পুলিশ জানায়, মাঠের ফটক ভেঙে অনধিকার প্রবেশের অভিযোগে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক আরিফুর রহমান ধানমন্ডি থানায় মামলা করেন। মামলায় স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি ইকবাল হাবিব, সালমা এ সফি, কামরুন্নাহারের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়। মাঠটি উন্মুক্ত করার দাবিতে পরিবেশবাদী ও পেশাজীবী বিভিন্ন সংগঠন কয়েক সপ্তাহ ধরে মাঠটির পাশে সমাবেশ ও মানববন্ধন করে। ধানমন্ডি ৮ নম্বরে গণপূর্ত বিভাগের মালিকানাধীন মাঠটি একসময় সবার জন্য উন্মুক্ত ছিল। তবে ২০০৯ সালে ধানমন্ডি ক্লাবের নাম পরিবর্তন করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড করার পর মাঠটি ঘিরে দেয়া হয়। দুই বছর ধরে মাঠে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে ক্লাব কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে থাকা ওই মাঠে গত মার্চে দুটি ব্যাডমিন্টন কোর্ট, দুটি টেনিস কোর্ট ও একটি বাস্কেটবল কোর্ট নির্মাণ শুরু হয়। নির্মাণকাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২২-০৪-০১৪:
Link copied!