AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ. কোরিয়ার ফেরি ডুবি : মৃতের সংখ্যা শতাধিক


Ekushey Sangbad

০৮:০০ এএম, এপ্রিল ২২, ২০১৪
দ. কোরিয়ার ফেরি ডুবি : মৃতের সংখ্যা শতাধিক

একুশে সংবাদ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ফেরি ডুবির ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। সর্বশেষ হিসাবে মর্মান্তিক এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১০৪-এ দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১৯৮ জন যাত্রী। নিখোঁজ যাত্রীরা ফেরির মধ্যে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই বলে ইতোমধ্যে জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার সিউল নামের ফেরিটি ৪৭৬ জন যাত্রী নিয়ে গত সপ্তাহে সাগরে উল্টে গিয়ে ডুবে যায়। তবে ঠিক কি কারণে ফেরিটি ডুবে যায় তা জানা যায়নি। যাত্রীদের মধ্যে শিক্ষা সফরে আসা ৩৩৯ জন শিশু শিক্ষার্থী এবং শিক্ষক ছিল। এ ঘটনায় ইতোমধ্যে ফেরিটির ক্যাপ্টেনসহ ৭ জন ক্রুকে গ্রেফতার করা হয়েছে। ডুবে যাওয়ার সময় সব যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন- এ ধরনের তীব্র সমালোচনার মুখে তাদেরকে গ্রেফতার করা হয়। ডুবে যাওয়ার মুহূর্তেও নাকি যাত্রীদেরকে তাদেরকে কক্ষে ও কেবিনে অবস্থান করতে বলা হয়েছিল-বিভিন্ন প্রতিবেদনে এমনটা বলা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন হি ফেরির কয়েকজন ক্রুর আচরণের নিন্দা করে বলেছেন 'এমন আচরণ খুনের শামিল।' ফেরির ক্যাপ্টেন ও আরো ২ জন ক্রুর বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও সমুদ্রবিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২২-০৪-০১৪:
Link copied!