AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন ট্যাক্সিক্যাবের উদ্বোধন


Ekushey Sangbad

০৮:১৩ এএম, এপ্রিল ২২, ২০১৪
নতুন ট্যাক্সিক্যাবের উদ্বোধন

একুশে সংবাদ : রাজধানীতে নামছে কাঙ্খিত হলুদ নতুন ট্যাক্সিক্যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ট্যাক্সিক্যাব সার্ভিসের শুভ উদ্বোধন করেন। নতুন ট্যাক্সিক্যাবের জন্য প্রথম দুই কিলোমিটার ১০০ টাকা ভাড়া কমিয়ে ৮৫ টাকা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া তমা গ্রুপের ট্যাক্সিক্যাব সার্ভিস মঙ্গলবার দুপুর আড়াইটায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যালয়ে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের নিজেই উদ্বোধন করবেন । জানা গেছে, গত ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) নতুন ট্যাক্সিক্যাব নামানোর কথা ছিল। কিন্তু ভাড়া নিয়ে জটিলতার কারণে পহেলা বৈশাখে ট্যাক্সিক্যাব নামানো যায়নি। নতুন এই ট্যাক্সিক্যাবের ভাড়া দ্বিগুণের চেয়ে বেশি করায় জনমনে প্রথমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাই এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ফলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মঙ্গলবার ভাড়ার বিষয়টি ১শ’ টাকা থেকে কমিয়ে ৮৫ টাকার করার ঘোষণা দেয়া হয়। সূত্র জানায়, গত ২৩ মার্চ যোগাযোগ মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নতুন ট্যাক্সিক্যাবের জন্য প্রথম দুই কিলোমিটার ১০০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটার ৩৪ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। যা আগে ছিল ৬০ টাকা এবং ১৫ টাকা। এছাড়া যাত্রা বিরতিকালে প্রতি দুই মিনিটের জন্য সাড়ে ৮ টাকা করে ভাড়া দিতে হবে। অর্থাৎ যানজটে পথে ৮ মিনিট আটকে থাকলে এক কিলোমিটারের ভাড়া দিতে হবে। অথচ একই ট্যাক্সিক্যাবের ভাড়া ভারতের কলকাতায় কিলোমিটারপ্রতি ১৫ রুপি বা ১৯ টাকা। দিল্লি, হায়দরাবাদ ট্যাক্সিক্যাবের কিলোমিটারপ্রতি ভাড়া একই। এছাড়া ব্যাঙ্গালরে এ ভাড়া ২২ টাকা, মুম্বাইয়ে ২৩ টাকা ও পাটনায় ১১ টাকা। পাকিস্তানের লাহোরে কিলোমিটার প্রতি ট্যাক্সিক্যাবের ভাড়া ৩০ রুপি বা ২৩ টাকা, করাচিতে ২৫ রুপি বা ২৭ টাকা। শ্রীলঙ্কার কলম্বোয় এ ভাড়া ৪৫ রুপি বা ২৬ টাকা। এছাড়া মালয়েশিয়ার কুয়ালালামপুরে ট্যাক্সিক্যাবের কিলোমিটারপ্রতি ভাড়া ১ রিঙ্গিত বা ২৩ টাকা, চীনের বেইজিংয়ে ২ দশমিক ৩ ইউয়ান বা ২৯ টাকা ও সাংহাইয়ে ২ দশমিক ৪৯ ইউয়ান বা ৩০ টাকা, ইন্দোনেশিয়ার জাকার্তায় ৩ হাজার ৬০০ রুপিয়াহ বা ২৪ টাকা ও আরব আমিরাতের আবুধাবিতে ৩০ টাকা। যা বাংলাদেশ থেকে অনেক কম। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২২-০৪-০১৪:
Link copied!