AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিপঁড়ার কামড়ে মানুষের মৃত্যু


Ekushey Sangbad

০৯:৫১ এএম, এপ্রিল ২২, ২০১৪
 পিপঁড়ার কামড়ে মানুষের মৃত্যু

ooooooooooo একুশে সংবাদ : পিপঁড়ার কামড়ে মানুষ মরে এটা কেউ বিশ্বাস করবে? হাঁ করতেই হবে। কারণ বাস্তব ঘটনা। এমন ঘটনা ঘটেছে ল্যাটিন আমেরিকার বলিভিয়া রাষ্ট্রে। সেখানের একটি গ্রামে টানা তিন দিন পিঁপড়ার কামড় খাইয়ে দুই যুবককে হত্যা করার ঘটনা ঘটেছে !  চুরির অভিযোগে দুই যুবককে গাছের সঙ্গে বেধে রাখা হলে তাদের মৃত্যু ঘটে ওই গাছে অবস্হান করা লাল বিষাক্ত পিপঁড়ার কামড়ে। অন লাইনের খবরে জানা গেছে বলিভিয়ার আয়োপায়া এলাকায় দুই চোর একটি মোটরসাইকেল চুরি করার সময় তাদের গ্রামবাসী আটক করে। পরে তাদের মারধর করে গাছে ঝুলিয়ে রাখে। ওই গাছে থাকা পেসিউডোমাইরমেক্স ট্রিপলারিনাস নামক পিপঁড়া তাদের কামড়ালে তাদের অবস্হা খুবই শোচনীয় পর্যায়ে চলে যায় । তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় তাদের নাকি মৃত্যু ঘটে। পেসিউডোমাইরমেক্স ট্রিপলারিনাস নামক এই মরনদায়ী পিঁপড়ার কামড়ে যে কোন প্রাণীর মৃত্যু অনিবার্য। ইংরেজিতে এরা ‘ফায়ার অ্যান্ট’ নামে পরিচিত। মধ্য ও দক্ষিণ আমেরিকার ট্রিপলারিস গাছে বাস এদের। স্থানীয় মানুষেরা পিঁপড়ের বিষ থেকে এক ধরণের ওষুধ প্রস্তত করে থাকেন। টানা তিনদিন বিষাক্ত পিঁপড়ের কামড় খাইয়ে মেরে ফেলা হলো দুই চোরকে। অপরাধ বাইক চুরি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ল্যাটিন আমেরিকার বলিভিয়ার আয়োপায়া গ্রামে। জানা গেছে, গত সপ্তাহে দুই বন্ধু মিলে মোটরবাইক চুরি করতে আসে এই গ্রামে। কিন্ত গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় তাঁরা। সঙ্গে সঙ্গে আটক করা ওই দুজনকে। বাইকের পুরো দাম মেটালে তাঁদেরকে ছেড়ে দেওয়া হবে এই শর্তে গ্রামবাসীরা বাইকের পুরো দাম দিতে বলে তাদের। কিন্তু টাকা দিতে অস্বীকার করে ওই দুই বন্ধু। উত্তেজিত গ্রামবাসীরা তাদেরকে আগুন (বিষাক্ত) পিঁপড়ের বাসা রয়েছে এমন গাছে বেঁধে দেয়। টানা তিনদিন ক্রমাগত দংশনে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে দুই বাইক চোর। ঘটনার কথা জানতে পেরে এক অভিযুক্তের বোন ২২০০ বলিভিয়ান ডলার দিয়ে গ্রামবাসীদের কাছ থেকে ছাড়িয়ে এনে কোচাবামবা হাসপাতালে ভর্তি করেন তাদেরকে। হাসপাতালের চিকিৎসক ডা. রবার্ট পেজ জানান, রক্তে বিষ পুরোপুরি ছড়িয়ে পড়ায় মৃত্যু হয় তাদের। এই পিঁপড়ে সাধারণত মধ্য ও দক্ষিণ আমেরিকার অরণ্যে জন্মানো ট্রিপলারিস গাছে বাস করে। তাদের কামড়ে যে কোনো প্রাণীর মৃত্যুও হতে পারে। একুশে সংবাদ ডটকম/এমপি/২২-০৪-১৪
Link copied!