AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভিনেত্রী নিপুণকে নির্যাতনের খবরে তোলপাড়!


Ekushey Sangbad

১০:৪৭ এএম, এপ্রিল ২২, ২০১৪
অভিনেত্রী নিপুণকে নির্যাতনের খবরে তোলপাড়!

একুশে সংবাদ : অভিনেত্রী নিপুণকে অর্ধনগ্ন করে নির্যাতন করা হয়েছে। এমন একটি খবরে তার ভক্তদের মাঝে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। মূল ঘটনা হলো অভিনেত্রী নিপুণকে অর্ধনগ্ন করে নির্যাতন করা হয়েছে। একটি বস্তিতে নিয়ে তাকে রাখা হয়। তারপর দিনের পর দিন সেখানে তিনি নির্যাতনে শিকার হন। অনেকদিন পর তাকে মুক্ত করা হয়। এটি মূলত একটি অনুদানের ছবির শুটিয়ের দৃশ্যায়নের গল্প। আসলেনিপুণ সত্যিকারভাবে নির্যাতিত হননি। স্বাধীনতা যুদ্ধের একটি ছবিতে অভিনয় করার দৃশ্যে তিনি গ্রামের এক অশিক্ষিত মহিলার দৃশ্যে অভিনয় করেছেন। ছবিটিতে তিনি খোলামেলা পোশাকে অভিনয় করেছেন। ছবিটিতে তিনি প্রায় ছেঁড়া লাল শাড়ী পরে অভিনয় করেছেন। এ প্রসংগে নিপুন বলেন, চরিত্রের প্রয়োজনে ব্লাইজ ছাড়াই অভিনয় করতে হয়েছে। তা না হলে ওই চরিত্রটি ফুটিয়ে তোলা যেতো না। তিনি বলেন, দর্শকরা ছবিটি দেখে অন্য রকম উপলব্দি করতে করবেন। লেখক সাংবাদিক আনিসুল হকের গল্প `৭১-এর সাহসিনী` অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ৭১’র মা জননী’। সিনেমার শুটিং শুরু হয় ২০১৩ সালের ১৬ অগাস্ট শুক্রবার। উপন্যাস থেকে শাহ আলম কিরণের সিনেমা ‘৭১’র মা জননী’র নাম ভূমিকায় অভিনয় করছেন নিপুণ। এরই মধ্যে ২০১৩ সালের সরকারি অনুদান পাওয়া নির্মাণাধীন সিনেমাটির আশি ভাগ শুটিং শেষ করেছেন নির্মাতা কিরণ।বর্তমানে এর সম্পাদনার কাজ চলছে।সিনেমাটির প্রচারণাও শুরু হয়েছে এরই মধ্যে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ‘৭১’র মা জননী’ শিরোনামের একটি ফ্যান পেজ খোলা হয়েছে। যেখানে ছবিটির বেশকিছু ফটোগ্রাফ পোস্ট করা হয়েছে।এতদিন যারা নায়িকা নিপুণকে দেখে এসেছেন, তারা এবারে ভিন্ন এক নিপুণকে দেখতে পাবেন।এই নিপুণ একাত্তরের মা জননী। তিনি একজন মুক্তিযোদ্ধাও বটে। যে কিনা নিজের স্বামী-সন্তান, এমনকি নিজের সমভ্রম হারিয়েও পাকহানাদারদের সঙ্গে লড়াই করেন অসীম সাহসিকতায়। গ্রামের এক কুল বধূ হয়েও অস্ত্র হাতে শত্রুদের মুখোমুখী হয়। সম্মুখ সময়ে অসংখ্য নিরস্ত্র, অসহায় মানুষের নির্যাতনকারীদের রুখে দেন। ‘৭১’র মা জননী` ছবিতে নিপুণ ও আগুন ছাড়াও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, ম. ম. মোর্শেদ, গুলশান আরা, মিশু, রাকিব, আবদুল হালিম আজিজ, স্বরণ, মোরশেদ আলম, লিখন, মাহবুব, এলিনা পারভেজ, রিমা, ঈষিতা পায়েল, সোমা ফেরদৌস, মিমা জামান তিথি, পৃথু, সারোয়ার আলম সৈকত, জুয়েল, এবং সাজু মেহেদী, সুমাইয়া, মনিকা, সোহানসহ কয়েকজন শিশুশিল্পী।
Link copied!