AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বায়ার্নের বিপক্ষে দলে ফিরছেন রোনাল্ডো


Ekushey Sangbad

১১:০৫ এএম, এপ্রিল ২২, ২০১৪
বায়ার্নের বিপক্ষে দলে ফিরছেন রোনাল্ডো

একুশে সংবাদ ডেস্ক : ইনজুরি কাটিয়ে চ্যাম্পিয়নস লিগের  সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দলে ফেরা প্রায় নিশ্চিত করেছেন রোনাল্ডো। আগামী কাল বুধবারের ম্যাচটিকে সামনে রেখে দলের সাথে গত কয়েকদিন অনুশীলনও করেছেন এই তারকা উইঙ্গার। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত তিন সপ্তাহ ধরে তিনি সাইডলাইনে ছিলেন। কিন্তু ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের শেষ পর্যায়ে এসে আর অপেক্ষা করতে রাজী নন এবারের মৌসুমের সর্বোচ্চ ১৪টি গোল করা এই তারকা। এদিকে হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে লেফট ব্যাক মার্সেলোরও দলে ফেরা প্রায় নিশ্চিত। আর তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে রিয়াল পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে। জ্বরের কারণে সোমবার অনুশীলন করতে পারেননি গ্যারেথ বেল। কিন্তু বুধবারের ম্যাচে আক্রমণভাগে রোনাল্ডো এবং করিম বেনজেমার পাশাপাশি এই ওয়েলসম্যানকে দেখার সম্ভাবনাই বেশী। ইউরোপের সর্বোচ্চ এই আসরে শেষ চারে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এগিয়ে যেতে হলে লস ব্যাঙ্কোসদের পুরোপুরি নির্ভর করতে হবে রোনাল্ডো এবং বেলের সাফল্যের ওপরে। এদিকে এর আগে পাঁচটি সেমিফাইনালে জার্মান দলটি চারবারই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এর মধ্যে ২০০০ সালে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বায়ার্নের বিপক্ষে রিয়াল জয়ী হয়ে পরে শিরোপা জিতেছিল। এটাই ছিল বায়ার্নের বিপক্ষে স্প্যানিশ জায়ান্টদের একমাত্র সাফল্য। যদিও জার্মান প্রতিপক্ষের বিপক্ষে রিয়ালের অতীত রেকর্ড এবার আর প্রমাণিত হয়নি। শেষ চারে আসার আগে রিয়ালের কাছেই পরাজিত হয়ে বিদায় ঘটেছে দুই জার্মান ক্লাব শালকে ও গতবারের রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ডের। যদিও বায়ার্নের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে বিশ্বাস করেন টানা তৃতীয় মৌসুমে ফাইনালের পথ নিশ্চিত করতে হলে অ্যাওয়ে গোলই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২২-০৪-০১৪:
Link copied!