AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধানের ফলন বেশি, কৃষকের শ্রম ও অর্থ সাশ্রয় বোরো ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার করে সুফলতা পেয়েছে তালার কৃষকরা


Ekushey Sangbad

০৪:১৮ পিএম, এপ্রিল ২২, ২০১৪
ধানের ফলন বেশি, কৃষকের শ্রম ও অর্থ সাশ্রয় বোরো ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার করে সুফলতা পেয়েছে তালার কৃষকরা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : গুটি ইউরিয়া সার ব্যবহার করে চলতি বোরো মৌসুমে সুফলতা লাভ করেছে পেয়েছে তালার কৃষকরা। যে সকল কৃষকরা বোরো ধান চাষে গুড়া ইউরিয়া সার পরিহার করে গুটি ইউরিয়া সার ব্যবহার করেছে তাঁরা বিঘা প্রতি প্রায় ৫ মন ধান বেশি উৎপাদনে সক্ষম হয়েছে এবং একই সাথে অর্থ ও পরিশ্রম সাশ্রয় করেছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষানী কবিতা রানী দেবনাথ’র ধানের প্লটে গুটি ইউরিয়া সার ব্যবহারের সুফলতা অর্জন প্রেক্ষাপটে “গুটি ইউরিয়া সার প্রদর্শনী প্লটের উপর মাঠ দিবসে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, ইউএসএইড এর অর্থায়নে ও তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সহযোগীতায়, বেসরকারি সংস্থা আইএফডিসি তালা উপজেলায় কৃষকদের মাঝে গুটি ইউরিয়া সার ব্যবহারের উপর গুরুত্বারোপ করে তাদের ‘কৃষি উৎপাদনশীলতা ত্বরান্বিত প্রকল্প (এএপিআই) বাস্তবায়ন করছে। সংস্থার পক্ষ থেকে গোপালপুর গ্রামের কৃষানী কবিতা দেবনাথ’র ধানের প্লটে উক্ত প্রকল্প প্রয়োগ করা হয় এবং ধান কাটা শেষে ধানের বাম্পার ফলন হওয়ায় মাঠ দিবস’র আয়োজন করা হয়। উক্ত মাঠ দিবসে স্থানীয় কৃষক অমল দাশ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, আইএফডিসি’র জুনিয়র মৃত্তিকা বিজ্ঞানী মো. আজহারুল হক। উপসহকারী উদ্ভিধ সংরক্ষন অফিসার মো. আব্দুল গনী’র পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. মোসাদ্দেক হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান ও ফিল্ড মনিটরিং অফিসার প্রদিপ সরকার। এসময় অন্যান্যের মধ্যে কৃষক সোনা দত্ত, সফল কৃষানী কবিতা রানী দেবনাথ, আছাদুল ইসলাম ও পূজা রানী প্রমুখ বক্তৃতা করেন। গুটি ইউরিয়া সার ব্যবহারের সফলতা নিয়ে সভায় জানানো হয়, পার্থক্য নির্ণয়ের জন্য কবিতা দেবনাথের জমিতে ব্রী-২৮ ধানের একাংশে গুটি ইউরিয়া সার ব্যহার করে বিঘা প্রতি যেখানে ২৯ মন শুকনা ধান পাওয়া গেছে, সেখানে গুড়া সার ব্যবহার করায় বিঘা প্রতি সাড়ে ৪ মন ধান কম উৎপাদন হয়ে সাড়ে ২৪ মন শুকনা ধান উৎপাদন হয়েছে। এছাড়া, ১ বিঘা জমিতে যেখানে গুটি ইউরিয়া সার ব্যাবহৃত হয়েছে পুরো সময়ে মাত্র ১ বারে ২২ কেজি, সেখানে পুরো সময়ে গুড়া সার ৩ বারে ব্যবহৃত হয়েছে ৩৯ কেজি। এছাড়া ধানক্ষেতে আগাছার বৃদ্ধি গুটি ইউরিয়ার তুলনায় গুড়া ইউরিয়ায় অনেক বেশি হওয়ায় সব মিলিয়ে কৃষকরা গুড়া ইউরিয়া সার ব্যবহারে অনেক ক্ষতির সম্মুখিন হয়। যা জাতীয় অর্থণীতিতে বিরুপ প্রভাব সৃষ্টি করে। এজন্য, উক্ত মাঠ দিবসের সভা থেকে সকল কৃষককে গুটি ইউরিয়া সার ব্যবহারের জন্য সচেতনতার সৃষ্টি করা হয়।
Link copied!