AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তালায় আ.লীগ নেতার উপর বোমা হামলার ঘটনায় মামলা দায়ের


Ekushey Sangbad

০৪:২০ পিএম, এপ্রিল ২২, ২০১৪
তালায় আ.লীগ নেতার উপর বোমা হামলার ঘটনায় মামলা দায়ের

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালার জালালপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল হোসেন এর উপর বোমা হামলার ঘটনায় তালা থানায় মামলা (১৮/১৪) দায়ের হয়েছে। শেখ কামাল হোসেন নিজেই বাদী হয়ে আজ মঙ্গলবার সন্দিগ্ধ ১১ জন সহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। এঘটনার পর এদিন সকাল ১১ টার দিকে প্রভেশনাল এএসপি মো. হাসিব, তালা থানার ওসি মো. মতিয়ার রহমান সহ একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, বোমা হামলার ঘটনায় থানা পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। আ.লীগ নেতা শেখ কামাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে এলাকার প্রতিপক্ষ রাজনৈতিক দলের কতিপয় সন্ত্রাসীরা নানাবিধ হুমকি-ধামকি প্রদান করছিল। যার সূত্র ধরে ১৮ এপ্রিল রাতে নেহালপুর গ্রামের আলামিন সরদারের বাড়িতে ফাঁকা পেয়ে সন্ত্রাসীরা বোমা হামলা করে। কিন্তু বোমাটি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি জীবনে রক্ষাপান। সংবাদ পেয়ে তৎক্ষনাত তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সহ আ.লীগ নেতা-কর্মীরা এবং পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ছুটে যান। এসময় ঘটনস্থল থেকে পুলিশ বোমা হামলার আলামত উদ্ধার করেন। তিনি আরও বলেন, গত ৩১ মার্চ তালা উপজেলা পরিষদ নির্বাচনের দিন স্থানীয় নেহালপুর কেন্দ্রে আ.লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ব্যাপক কাজ করেন। এসময় জামায়াত-শিবিরের ক্যাডাররা অবৈধভাবে ভোট কেন্দ্র দখল করতে চাইলে কামাল হোসেন তাতে বাঁধা প্রদান করেন এবং তিনি ভোট কেন্দ্রটি অবৈধ দখলমুক্ত করেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা বোমা হামলা চালান।
Link copied!