AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাও রানীশংকৈলে ৪০টি বাড়ি আগুনে পুড়ে ছাই


Ekushey Sangbad

০৪:৩২ পিএম, এপ্রিল ২২, ২০১৪
ঠাকুরগাও রানীশংকৈলে ৪০টি বাড়ি আগুনে পুড়ে ছাই

আনোয়ার হোসেন আকাশ, রানীশংকৈল, ঠাকুরগাও: ঠাকুরগাওয়ের রানীশংকৈল জওগাও গ্রামে গত ২১ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে বাহাদুরের বাড়িতে আগুন লাগলে নিস্ব হয়ে যায় পরিবারটি। সরেজমিনে গিয়ে জানা যায়, জওগাও গ্রামের মৃত ওলফর আলীর ছেলে বাহাদুর (৫৫) দু’টি ঘরের আসবাব পত্র, ঘরের টিন, খাদ্য দ্রব্য, টাকা পয়সা পুড়ে গিয়ে পরিবারটি খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। এতে নগদ ১০ হাজার টাকাসহ দেড় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবী করেছে। পাশ্বে থাকা আজগর আলীর ছেলে শাহীন ও তমিজউদ্দীনের ছেলে লতিব মাষ্টার’র পলের পালাসহ চারটি ঘর পুড়ে যায়। এতে প্রায় ৭০ হাজার ক্ষয়ক্ষতির আশংকা করা হয়েছে। তাছাড়া নয়নপুর গুচ্ছগ্রামের ইসমাইল’র ছেলে বেলাল ও হাসেন আলীর ছেলে খাইরুলের বাড়িতে আগুন লেগে ঘরবাড়ি আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা চেয়ারম্যান আইনুল মাষ্টার, ইউপি চেয়ারম্যান আবু সুলতান, কৃষক লীগ সম্পাদক মোশাররফ হোসেন বুলুসহ স্থাণীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরদিকে হরিপুর উপজেলার তেনুয়া মাদারী চৌরঙ্গী গ্রামের মোঃ দানেশ হাজি, আব্দুল জব্বার, ওয়াহাব, উমরের বাড়িঘর পুড়ে ছাইয় হয়ে যায় সোমবার দুপুরে। স্থাণীয় লোকজনের সহায়তায় পীরগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। নয়টি ঘর, দু’টি গরু, নগদ ৬০ হাজার টাকা, ৩০ বস্তা গমসহ তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির পরিমান ধরা হয়েছে। এদিকে একই দিন বালিয়াডাঙ্গী উপজেলার দুয়োসুয়ো ইউনিয়নের ছাগলডাঙ্গী গ্রামের আবেদ, ওমরসহ ২১ এপ্রিল আট পরিবারের ২৭টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। চুলার আগুন থেকে আগুনে সুত্রপাত ঘটে। বালিয়াডাঙ্গী সুত্রমতে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩,২২,০০০ টাকার ক্ষয়ক্ষতির অনুমান করেছে ফায়ার সার্ভিস।
Link copied!