AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদে বাপ্পি-মাহির ‘হানিমুন’


Ekushey Sangbad

১১:১৯ এএম, এপ্রিল ২৩, ২০১৪
ঈদে বাপ্পি-মাহির ‘হানিমুন’

একুশে সংবাদ : ঈদ আসতে এখনও বাকি অনেকদিন। তবুও এখনই ঈদের সিনেমা নিয়ে তোড়জোর শুরু হয়ে গেছে সিনেমাপাড়ায়। সেই দৌড়ে এগিয়ে আছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটি এরই মধ্যে নিশ্চিত করেছে ঈদে বাপ্পি-মাহির হানিমুন সিনেমাটি মুক্তি দিবে তারা। প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে জানা গেছে, এরইমধ্যে সিনেমা হল বুকিংয়ের কাজ চলছে। এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার বলেন, ‘অগ্নি সিনেমার মতো হানিমুন সিনেমাটিও ব্যয়বহুল। তাই অগ্নি যেমন ভালোবাসা দিবসে মুক্তি দিয়েছিলাম, তেমনি হানিমুন সিনেমাকেও বিশেষ দিনে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের মতে হানিমুনের জন্য ঈদই সবচেয়ে মোক্ষম সময়। ইতোমধ্যে আমরা সিনেমাটির মুক্তির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।’ রোমান্টিক অ্যাকশন ঘরানার হানিমুন সিনেমাটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন। ছবিটি নিয়ে পরিচালক সাফি বলেন, ‘হানিমুন নিয়ে শুরু থেকেই বলে আসছি এটি একটি মন ভিজে যাওয়া এবং মন ছুঁয়ে যাওয়ার সিনেমা। সিনেমাটিকে প্রাণবন্ত এবং আকর্ষনীয় করে তুলতে যা যা করা দরকার, তার সবই করেছি। মনোরম সব লোকেশনে শুটিং করেছি।’ তিনি আরো বলেন, ‘পোষাক থেকে শুরু করে গানেও আনা হয়েছে বৈচিত্র। সবমিলিয়ে ঈদে  অন্যরকম এক চমক হিসেবেই হানিমুনকে দেখতে পাবেন দর্শক।’ হানিমুনের প্রধান পাত্র-পাত্রী মাহি-বাপ্পিও নতুন স্বপ্ন দেখছেন সিনেমাটি নিয়ে। মাহি বলেন,  ‘কেমন গল্প কেমন চরিত্র- আগে ভাগেই এসব বলতে চাচ্ছি না। শুধু বলতে চাই, বরাবরের মতো এখানেই নতুন মাহিকেই খুঁজে পাবেন দর্শকরা।’ বাপ্পি বলেন, ‘মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার যেকটি সিনেমায় কাজ করেছি সবগুলোই  যতোগুলো সিনেমায় কাজ করেছি তার সবগুলোই হিট ব্যবসা করেছে। একমাত্র দবির সাহেবের সংসার ছাড়া। আমার বিশ্বাস হানিমুন-এর সাফল্য দবির সাহেব-এর ব্যর্থতাকে ম্লান করে দেবে।’ মাহি ও বাপ্পি ছাড়াও হানিমুন সিনেমায় আরো দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম এবং আহমেদ শরীফ।
Link copied!