AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুড়ায় সিরিয়াল কিলারসহ গ্রেফতার ৫


Ekushey Sangbad

১২:২৪ পিএম, এপ্রিল ২৩, ২০১৪
গুড়ায় সিরিয়াল কিলারসহ গ্রেফতার ৫

একুশে সংবাদ : সিরিয়াল কিলার নামে খ্যাত মোমিন ওরফে বাবু মিয়া ওরফে পিচ্চি বাবু(৩৫) পুলিশের হাতে ধরা পড়েছে। সেই সঙ্গে তার হত্যাকাণ্ড ও বিভিন্ন অপরাধের সহযোগী এক নারীসহ আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। পর পর ৭টি হত্যাকাণ্ডের পর পুলিশের হাতে গ্রেফতার হলো কিলার পিচ্চি বাবু। গ্রেপ্তারকৃত কিলার পিচ্চি বাবু বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামের সামছুল হকের ছেলে। অন্যরা হলো গাজীপুরের জয়দেবপুর উপজেলার বুরুলিয়া এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী পারুল আকতার, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউপি সদস্য আইনুল হক, একই উপজেলার মহব্বত নন্দীপুর গ্রামের আব্দুল জলিল ও সারোয়ার। বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ ও বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মঙ্গলবার ঢাকার উত্তরখান এলাকার একটি ভাড়ার বাড়ি থেকে প্রথমে পিচ্চি বাবু ও পারুল আকতারকে এবং পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শিবগঞ্জ উপজেলা থেকে অপর তিনজনকে গ্রেফতার করে। আজ বুধবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে গ্রেফতারকৃতদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়। সেখানে একের পর এক সাতটি হত্যাকাণ্ডের বর্ণনা দেয় পিচ্চি বাবু। ২০০৫ সালে এক তরমুজ ব্যবসায়ীকে খুনের মাধ্যমে সে হত্যাকাণ্ড শুরু করে। এরপর ঢাকায় ফ্লাট ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করে সেখানে আগত নারীদের প্রলোভন দিয়ে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা এলাকায় নিয়ে পর্যাক্রমে সোনিয়া (২০), লাকী আকতার (১৮), তানিয়া (২২), লিপি (২০) ও শাপলা (২০) নামের ৫ নারীকে খুন করে। সর্বশেষ গত ১৮ এপ্রিল সে তার কথিত স্ত্রী নিপা আকতারকে খুনের পরিকল্পনা করে। এজন্য ঢাকা থেকে আগেই আগেই সে গ্রামের বাড়ি পৌঁছে। পরে মোবাইলে নিপাকে শিবগঞ্জে ডেকে নেয়। তবে নিপা তার বোনের ছেলে সুজন মিয়াকে (১৬) সঙ্গে নিয়ে আসায় প্রথমে সুজনকেই হত্যা করে পিচ্চি বাবু। ঐ হত্যাকাণ্ডের পর লাশ ফেলে পালায় সে। এই হত্যা মামলার সূত্র ধরেই পিচ্চি বাবুকে গ্রেফতার করে পুলিশ একের পর এক ৭টি হত্যাকাণ্ডের তথ্য পায়। এ সময় জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, সুজন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে গিয়ে পুলিশ বাবুর সন্ধান পায় । এরপর বাবু পুলিশের কাছে অকপটে তার সকল অপকর্মের কথা স্বীকার করলে পুলিশ কর্মকর্তারা হতবাক হয়ে পড়েন। আর এর মধ্য দিয়ে কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে । পুলিশ সুপার জানান , বাবু সহ গ্রেফতার সকল আসামীকে আজ বিকেলে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়েছে । একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২৩-০৪-০১৪:
Link copied!