AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবিতে সিএসই কার্নিভালের উদ্বোধন


Ekushey Sangbad

০৬:২১ এএম, মে ১৭, ২০১৩
জবিতে সিএসই কার্নিভালের উদ্বোধন

Jo-Bএকুশে সংবাদ  : জগন্নাথ বিশ্ববিদালয়ে(জবি)চার দিনব্যাপী সিএসই কার্নিভাল শুরু হয়েছে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল( সিএসই) বিভাগ এ কার্নিভালের আয়োজন করে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কার্নিভালের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। উদ্বোধনী উপাচার্য বলেন, ‘কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীরা তাদের মেধা ও গবেষণা দিয়ে বিশ্বের জটিল সব সমস্যার সমাধান করে দিচ্ছে। তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার বিষয়ক প্রোগ্রামিংসহ এ বিষয়ক অন্যান্য প্রতিযোগিতা শিক্ষার্থীদের নতুন নতুন আবিষ্কারের পথকে সুগম করবে।’ জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলম বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক এই উৎসবে নিজেদের মধ্যে আইডিয়া আদানপ্রদান করতে পারবে। যা তাদের নতুন উদ্ভাবনে সহায়তা করবে। ইনফরমেশন টেকনোলজি রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার(আইটিআরআরসি) প্রকল্পের আওতায় চারদিন ব্যাপী এই কার্নিভালে  প্রকল্প প্রদর্শন, কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে  অংশগ্রহণের জন্য দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  ১৫টি দল অংশ নিচ্ছে। এছাড়া উৎসবে অংশগ্রহণকারীদের জন্য আয়োজকদের পক্ষ থেকে আউটসোর্সিং বিষয়ক কর্মশালারও ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে  সিএসই বিভাগের চেয়ারম্যান উজ্জল কুমার আচার্যের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুল আলম। উপস্থিত ছিলেন কার্নিভালের আহবায়ক ও সিএসই বিভাগের শিক্ষক আব লায়েক, প্রোগ্রামিং প্রতিযোগিতার সমন্বয়ক মেজবাউল আলম পলাশ, জবি প্রক্টর অশোক কুমার সাহা প্রমুখ। ২০ মে কার্নিভালের সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
Link copied!