AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান 'রমজান'


Ekushey Sangbad

০৮:৫৬ এএম, জুলাই ২, ২০১৪
এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান 'রমজান'

একুশে সংবাদ ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের বিশেষ সুবিধার্থে বাংলাদেশী ডেভেলপারদের তৈরি বিশেষ এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান 'রমজান' আপনাকে দিবে সাওম (রোজা), রমজান, তারাবীহ সহ রমজান মাসের সকল প্রকার ইসলামিক কানুন পালনের উপযুক্ত তরীকা। বাংলাদেশের বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর আসন্ন রমজানের সুবিধার্থে Apptitive পক্ষ থেকে এই অ্যাপ-তৈরি করা হয়েছে। ‘রমজান’ অ্যাপ’টি একজন ব্যবহারকারীর প্রতিদিন রোজার সেহরি থেকে ইফতারের মাঝে প্রতিটি মুহূর্ত কার্যকরী ভূমিকা পালন করবে। এমন’কি এই অ্যাপ একজন মুমিন মুসলিমকে রোজার ফযিলত, তারাবীর নামাজ আদায় থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে নানান ভাবে সাহায্য করবে। এতে রোজার সেহরি ও ইফতারের সময়সূচী সংযুক্ত করা হয়েছে। প্রত্যেক ব্যবহারকারী শুধু মাত্র নিজ এলাকা নির্দিষ্ট করে দিলে ‘রমজান’ অ্যাপ স্বয়ংক্রিয় ভাবেই ওই এলাকার সেহরি ও ইফতারের সময়সূচী জানিয়ে দিবে। এতে রয়েছে সেহরি ও ইফতারের পূর্বে অ্যালার্ম সেট করার সুবিধা যা দিয়ে বাড়তি ঘড়ি বা আলাদা করে অন্য কোন ডিভাইসে অ্যালার্ম দিতে হবেনা। এক অ্যাপ এই একজন ব্যবহারকারী পাবেন রোজার সকল বিষয়ে তথ্য এবং সুবিধা। এক নজরে যা যা থাকছে ‘রমজান’ অ্যাপ এ- ১. সাওম (রোজা), রমজান, তারাবীহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর সংক্ষিপ্ত আলোচনা ২. সাওম ভঙ্গ এবং মাকরূহ হওয়ার কারণসমূহ ৩. রোজার নিয়াত এবং ইফতারের দোয়া ৪. তারাবীহ নামাযের গুরুত্ব, ফযীলত এবং এই নামায আদায়ের নিয়মাবলী ৫. এলাকাভিত্তিক প্রতিদিনের সেহরি ও ইফতারের সময়সূচী (চাঁদ দেখা সাপেক্ষে পরিবর্তনীয়)। অ্যাপ-এর সেটিংস অপশন থেকে নিজের এলাকা পছন্দ করার সুযোগ রয়েছে। ৬. এছাড়া প্রতিদিন সেহরি ও ইফতারের পূর্বে অ্যালার্ম সেট করার সুবিধা রয়েছে। ৭. বাংলা ও আরবিতে রমজানের প্রয়োজনীয় দোয়া এবং সূরা দেখা যাবে। ইতোমধ্যে Apptitive পক্ষ থেকে সকল ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ গুগল প্লে স্টোরে উম্মুক্ত করা হয়েছে। একুশে সংবাদ ডট কম/এফরান/০২.০৭.০১৪
Link copied!