AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগৈলঝাড়ায় নির্বিচারে নিধন হচ্ছে রাস্তার গাছ


Ekushey Sangbad

১০:৫৪ এএম, জুলাই ১৭, ২০১৪
আগৈলঝাড়ায় নির্বিচারে নিধন হচ্ছে রাস্তার গাছ

একুশে সংবাদ : অসাধু কর্মকর্তা ও বন বিভাগের যোগসাজশে বরিশালের আগৈলঝাড়ার বিভিন্ন রাস্তা থেকে নির্বিচারে গাছ উজার হচ্ছে। এলাকার চাহিদা পূরণ না করেই উপজেলার বিভিন্ন রাস্তার ছোট-বড় গাছ যথাযথ অনুমতি ছাড়াই বন বিভাগ, ইউনিয়ন পরিষদসহ প্রশাসনের কতিপয় কর্তাব্যক্তিকে ম্যানেজ করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী নিধনকৃত গাছ রাতের আঁধারে ট্রাক ও কাভার্ড ভ্যানে করে পাচার হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। অভিযোগ রয়েছে, এসব গাছ কেনাবেচার সাথে একশ্রেণীর প্রভাবশালীরা জড়িত থাকায় অনেকেই প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। সম্প্রতি উপজেলার বিভিন্ন রাস্তায় অবাধে গাছ কাটতে ও পাচার করতে দেখা গেছে। উপজেলার বাগধা, রতœপুর ও গৈলা ইউনিয়নের বিভিন্ন রাস্তার বনায়নকৃত গাছ কতিপয় প্রভাবশালীরা কেটে নিলেও বন বিভাগ কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে স্থানীয়রা অভিযোগে জানান। দু’এক জায়গায় গাছ কাটার ব্যাপারে মামলা হলেও কয়েকদিন পরে সংশ্লিষ্ট বিভাগের উদাসীনতায় তার কোন খোঁজ থাকেনা। ২০০১-২০০৬ সালে ৪দলীয় জোট সরকারের আমলে দলীয় লোকজন উপজেলার বিভিন্ন রাস্তা থেকে প্রশিকার বনায়নকৃত ও আওয়ামীলীগ সমর্থকদের লাগানো গাছ জোরপূর্বক বিক্রি করে এই পাচার ও নিধন যজ্ঞ শুরু করে। যার ধারাবাহিকতা এখনও চলছে। এব্যাপারে বন বিভাগের দায়িত্বশীলসূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিভাগে জনবল সঙ্কটের কারণে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছেন না।
Link copied!