AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আস্ত এক 'ক্যামেরা বাড়ি' !‍


Ekushey Sangbad

০৬:১৫ এএম, জুলাই ১৯, ২০১৪
আস্ত এক 'ক্যামেরা বাড়ি' !‍

একুশে সংবাদ : আলোকচিত্রী তো ক্যামেরাকে ভালোবাসবেনই! কিন্তু তাই বলে আস্ত এক 'ক্যামেরা বাড়ি' বানিয়ে ফেলার ঘটনা খুব হরহামেশা ঘটে না। দক্ষিণ কোরিয়ার এক আলোকচিত্রী এ কান্ডটি ঘটিয়েছেন। ক্যামেরার আদলে অসম্ভব সুন্দর 'ড্রিমিং ক্যামেরা' নামের এ বাড়িটি বর্তমানে স্থানীয় ক্যাফে হিসেবে ব্যবহৃত হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ইয়াংপিয়াং প্রদেশে নির্মিত এ নান্দনিক ভবনটিতে কফি খেতে প্রতিদিনই হাজির হয় অসংখ্য মানুষ। রোলেফ্লেক্স ক্যামেরার আদলে তৈরি দুই তলাবিশিষ্ট এ ভবনটির ভেতরটা নানারকম বিস্ময় নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য। নিচতলার পুরোটাই থরে থরে সাজানো ক্ষুদ্রাকৃতির পুতুল ক্যামেরার পাশাপাশি অনেক সত্যিকার ক্যামেরায় সজ্জিত করা হয়েছে। পাশাপাশি দুটো প্যানারমিক বৈশিষ্ট্যসম্পন্ন গোলাকার জানালা তো থাকছেই। আর দ্বিতীয় তলায় আছে আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা। আগ্রহীরা যেমন এখানে এসে নানা ধরনের দৃশ্যচিত্র উপভোগ করতে পারবেন, তেমনি কেউ চাইলে এ ক্যামেরা বাড়িতে নিজের তোলা কোনো ছবি দানও করতে পারবেন। আর এ ক্যামেরা বাড়ির পাশেই আছে ছোট্ট এক বাড়ি। 'ড্রিমিং ক্যামেরা'র নির্মাতা স্ত্রী ও মেয়েসহ এ বাড়িতেই বসবাস করেন। একুশে সংবাদ ডটকম/আর/১৯-০৭-০১৪:
Link copied!