AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভ্রমণের জন্য আকর্ষণীয় পর্যটনকেন্দ্র বান্দরবানের মেঘলায়


Ekushey Sangbad

১০:২৮ এএম, জুলাই ১৯, ২০১৪
ভ্রমণের জন্য আকর্ষণীয় পর্যটনকেন্দ্র বান্দরবানের মেঘলায়

একুশ সংবাদ : বান্দরবানের প্রবেশ পথেই জেলা পরিষদ সংলগ্ন এলাকায় মেঘলা পর্যটন কমপ্লেক্স। ছায়া সুনিবিড়, বৈচিত্র্যে ভরা মেঘলা পর্যটন কমপ্লেক্সে গেলেই পাবেন অনাবিল আনন্দের সন্ধান। স্বচ্ছ পানির নয়নভিরাম হ্রদ, হ্রদের ওপর দু'টি ঝুলন্ত সেতু, কেবল কার, উন্মুক্ত মঞ্চ, একাধিক পিকনিক স্পট, ক্যান্টিন, চা বাগান, চিড়িখানা, হ্রদের পানিতে নৌকায় চড়ার ব্যবস্থা, প্যাডেল বোট, বিশ্রামাগার, শিশুপার্ক ইত্যাদি মুগ্ধ করবে আপনাকে। চাইলে পরিবারের সকলে বা বন্ধুরা মিলে এখানে আয়োজন করতে পারেন পিকনিক পার্টির। মেঘলা পর্যটন কেন্দ্রে রয়েছে দলগত ভ্রমণের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা। প্রধান সড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা পর্যটন কমপ্লেক্সটি ইতোমধ্যে দেশজুড়ে বেশ পরিচিতি লাভ করেছে। শিশুদের খেলাধুলার জন্যও এখানে আছে নানা আয়োজন। পাশেই থাকা চিড়িয়াখানায় বানর, হরিণ, সাপ, ভাল্লুক ও বিভিন্ন ধরণের পাখির কিচিরমিচির রব শিশুদের জন্য বাড়তি আকর্ষণ। মেঘলা লেকের দু'পাড়ের পাহাড়কে সংযুক্ত করেছে দু'টি আলাদা ঝুলন্ত সেতু। সেতু পার হয়ে যে কেউ হারিয়ে যেতে পারেন সবুজ গাছ গাছালির ভিড়ে। বান্দরবানের জেলা প্রশাসনের পরিচালনায় বান্দরবান শহর থেকে ৫ কিলোমিটার দূরের এই পর্যটন কমপ্লেক্সটি আপনাকে বেশ খানিকটা স্বস্তি দেবে নিমেষে। রসধমবংমেঘলায় বেড়াতে আসা পর্যটকদের খাবার ও রাত্রিযাপনের জন্য বান্দরবান শহরে কিছু মাঝারি মানের হোটেল রয়েছে। এছাড়া এই মেঘলা পর্যটনকেন্দ্রের পাশেই পর্যটকদের জন্য খাবার ও রাত্রিযাপনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা । মেঘলার পাশেই অবস্থিত দুটি আধুনিক মানের আবাসিক ব্যবস্থা। বান্দরবান পর্যটন মোটেল ও হলিডে ইন। এই দুটিই বেশ আধুনিক আবাসিক ব্যবস্থা। এখানে আছে এসি ও ননএসি ঘরে রাত্রি যাপনের সুযোগ। পাশাপাশি পাবেন উন্নতমানের খাবারের ব্যবস্থা। কিভাবে যাবেন: একমাত্র মেঘলা পর্যটনকেন্দ্রের সাথে জেলা বান্দরবান সদরের রয়েছে বেশ উন্নত যোগাযোগ ব্যবস্থা । বান্দরবান বাসস্টেশন থেকে মেঘলা পর্যটন কমপ্লেক্সে যেতে বাস ব্যবহার করতে পারেন। চাইলে ট্যাক্সিও নিতে পারেন। পাবেন চাঁদের গাড়ীও। মেঘলায় জনপ্রতি প্রবেশ ফি ৩০ টাকা। একুশ সংবাদ ডটকম/আর/১৯-০৭-০১৪:
Link copied!