AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈবাহিক সম্পর্ক তৈরি করে সুন্দর জীবন!


Ekushey Sangbad

০৭:৩৫ এএম, জুলাই ২০, ২০১৪
বৈবাহিক সম্পর্ক তৈরি করে সুন্দর জীবন!

একুশে সংবাদ : বিয়ে নিয়ে অনেকেই অনেক কিছু বলেন। কেউ বলেন বিয়ে করাই ভুল, আবার কেউ বলেন বিবাহিত মানেই মৃত। যে যাই বলুক না কেন বৈবাহিক সম্পর্কের সৌন্দর্যটা বিয়ে না করলে অথবা উপলব্ধি করার ক্ষমতা না থাকলে পুরোপুরি বোঝা যায় না। অবাক হলেন তাইনা? ভাবছেন চারিদিকে যখন সবাই বিয়ের বিরুদ্ধে কথা বলছে তখন বিয়ের সম্পর্কে ইতিবাচক কথা বলা হচ্ছে কেন তাই না? জেনে নিন ৭টি মূহূর্ত সম্পর্কে যেগুলোর কারণে বৈবাহিক সম্পর্ককে মনে হবে পৃথিবীর সবচাইতে সুন্দর সম্পর্ক। যখন মন খারাপ থাকলে সেটা সঙ্গীকে বলতে পারেন আপনার খুব মন খারাপ। কাউকে খুব বলতে ইচ্ছে করতে মনের কষ্ট গুলোর কথা। মনের কথা গুলো বলে ফেলুন আপনার সঙ্গীকে। নিমিষেই মনটা ভালো হয়ে যাবে। এমনকি আপনার মন খারাপের কারণ যদি আপনার সঙ্গীও হয় তাহলেও সঙ্গীর সাথে শেয়ার করে ফেলুন। এতে একটু রাগারাগি হতেই পারে, কিন্তু একসময়ে সবকিছু ঠিক হয়ে মনটা ভালো হয়ে যাবে আপনার। অসুস্থতায় সেবা পান আপনি যখন অনেক অসুস্থ থাকেন তখন আপনার স্বামী/স্ত্রী আপনার আপনার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলে অনেকটাই সুস্থ অনুভব করবেন আপনি। ভালোবাসার এই মিষ্টি ছোঁয়ার মূহূর্তটার কারনেই বিয়ের সম্পর্কটাকে অনেক বেশি মধুর মনে হবে আপনার। কখনই একা লাগে না বিয়ের সম্পর্কে আবদ্ধ হলে কখনই নিজেকে একা লাগবে না আপনার। একজন সঙ্গী সবসময়েই আপনার পাশে থাকবে আপনার পুরো পৃথিবীটাকে জুড়ে। অনেক ঝগড়ার পরেও দিন শেষে এক হয়ে যান সঙ্গীর সাথে খুটিনাটি বিষয় নিয়ে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সারাদিন ঝগড়াঝাটির পরেও দিন শেষে যখন সঙ্গীর পাশে ঘুমিয়ে পড়েন কিংবা মনের অজান্তেই সঙ্গীর হাতটা ধরে ফেলেন ঘুমের মধ্যে, সেই মূহূর্তটার জন্যই বৈবাহিক সম্পর্ক এতো সুন্দর ও মধুর। সমস্যা সমাধানের জন্য পাশে সবসময়ে একজন আছে জীবনের চলার পথে পদে পদে নানান রকম সমস্যার সম্মুখীন হবেন আপনি। কিন্তু এসব সমস্যা একা মোকাবেলা করতে হবেনা আপনাকে। যে কোনো সমস্যাতেই বুদ্ধি পরামর্শ দেয়ার জন্য আপনার সঙ্গী সবসময়েই আছে আপনার পাশে। পোশাক কিংবা খাবার নির্বাচনে সহযোগী দোকানে নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। কোন পোশাকটি কিনবেন, কোন ব্যাগটি কিনবেন, কোন নুডলসটি কিনবেন ইত্যাদি। কিংবা ফাস্ট ফুডের দোকানে নিয়েও অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন কোনটা খাবেন আর কোনটা বাদ দিবেন সেটা নিয়ে। এমন মজার মজার জটিল মূহূর্ত গুলোতে আপনার সহসযোগী হতে পারেন আপনার সঙ্গী। আর সঙ্গীর পছন্দকে গুরুত্ব দেয়ার সেই মূহূর্তটা বৈবাহিক সম্পর্কটাকে আরো বেশি সুন্দর ও আনন্দদায়ক করে তোলে। সবসময়ের বন্ধু আপনার হয়তো অনেক বন্ধু আছে। কিন্তু তারা কি সবসময়েই আপনার পাশে থাকতে পারবে? হয়তো পারবে অথবা পারবে না। কিন্তু আপনার স্বামী/স্ত্রী আপনার সারাজীবনের বন্ধু। সারাজীবন এই মানুষটি আপনার হাসি, আনন্দ, দুঃখ, বিষন্নতায় বন্ধুর মতো পাশে থাকবে। একুশে সংবাদ ডটকম/আর/২০-০৭-০১৪:
Link copied!