AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দোহায় আলনূর কালচারাল সেন্টারের সেহরি অনুষ্ঠান ও আলোচনাসভা


Ekushey Sangbad

০৬:০৯ এএম, জুলাই ২১, ২০১৪
দোহায় আলনূর কালচারাল সেন্টারের সেহরি অনুষ্ঠান ও আলোচনাসভা

একুশে সংবাদ ডেস্ক : আলনূর কালচারাল সেন্টারের উদ্যোগে কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশিদের সেহরি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাতারের রাজধানী দোহায় ফানার ইসলামিক সেন্টারে এ অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত নওমুসলিম মাওলানা শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন আলনূর সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। মাওলানা শরিফুল ইসলাম তার বক্তৃতায় মুসলমানদের আধ্যাত্মিক শক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, বস্তুগত যেকোনো উৎকর্ষ ও শক্তির চেয়ে আধ্যাত্মিক শক্তি ও সমৃদ্ধি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যুগে যুগে এ শক্তির বলেই আমরা বিজয় অর্জন করেছি। অথচ মুসলমানরা আজ এ বিষয়টি থেকে উদাসীন। আত্মার বিশুদ্ধতা অর্জিত না হলে আল্লাহ পাকের কাছে আমাদের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। পরকাল তো বটেই, ইহকালেও আমরা পূর্ণ মানুষ হতে পারবো না। সভাপতির বক্তৃতায় মাওলানা ইউসুফ নূর প্রধান অতিথি ও সমবেত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, রমজান মাস আমাদের আত্মশুদ্ধির সুবর্ণ সুযোগ। আর এর জন্য প্রয়োজন ওলামায়ে কেরাম ও আল্লাহওয়ালাদের নিবিড় সান্নিধ্য। আলেমদের থেকে যে সমাজ যত বেশি দূরত্বে অবস্থান করবে, সে সমাজ ততবেশি পার্থিব মোহে মোহগ্রস্ত হয়ে নৈতিকতা ও শুদ্ধতা থেকে দূরে সরে পড়বে। তিনি প্রবাসের সবাইকে নিজেদের মানবিকতা ও নৈতিকতা বিনির্মাণে সৎ মানুষদের সান্নিধ্যে থাকার প্রতি গুরুত্ব আরোপ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনবাসী মুসলমানদের জন্যও বিশেষভাবে দুআ করা হয়। অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে সেহরিপর্বে অংশ নেন। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন স্তরের মানুষ এতে উপস্থিত ছিলেন।
Link copied!