AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্মার্টনেস বাড়াতে ৫ খাবার


Ekushey Sangbad

০৬:১৭ এএম, জুলাই ২১, ২০১৪
স্মার্টনেস বাড়াতে ৫ খাবার

একুশে সংবাদ ডেস্ক :কিছু খাবার আছে যা আপনার মস্তিষ্কের কার্যকারিতা ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এ ধরনের খাবার সঠিকভাবে গ্রহণ করতে পারলে তা আদতে আপনার স্মার্টনেস বাড়াতেও সহায়তা করবে। এমন ধরনের পাঁচটি খাবার নিয়েই এ লেখা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ১. তৈলাক্ত মাছ এখন অনেকেই খাবার-দাবারে শর্টকাট করতে চান। এ কারণে মাছের মতো কাটাযুক্ত খাবার, যা কিছুটা সময় ও মনযোগের সঙ্গে খেতে হয়, এগুলো খাদ্যতালিকা থেকে চলে যাচ্ছে। কিন্তু প্রাকৃতিকভাবে তেল আছে এমন মাছ কোনোভাবেই খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া উচিত নয়। বিশেষ করে আপনার যদি স্মৃতিশক্তি বাড়ানোর ইচ্ছে থাকে তাহলে তৈলাক্ত বা চর্বিযুক্ত মাছই হওয়া উচিত আপনার প্রথম পছন্দ। বিশেষজ্ঞরা বলছেন, চর্বিযুক্ত মাছে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এগুলো মস্তিষ্ক ছাড়াও সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করবে এবং আপনাকে স্মার্ট করে তুলবে। ২. পাতাযুক্ত শাক-সবজি সবজি খেতে অনেকেই অনীহা প্রকাশ করেন। বিশেষ করে শিশুরা এটা খেতে চায় না। কিন্তু সবুজ শাক ও সবজিতে রয়েছে বহু ধরনের পুষ্টিগুণ। আর এগুলো মস্তিষ্কের জন্যও অত্যন্ত দরকারি। পালং শাক ও এই ধরনের অন্যান্য শাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ও বিটা-ক্যারোটিন। এগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। আর এগুলোতে রয়েছে ফোলেট নামে একটি উপাদান। এটি আমাদের কোনো বিষয়ে তথ্য গ্রহণ ও তা প্রক্রিয়াজাত করার গতি উন্নত করতে সহায়তা করে। ফলে এ খাবারগুলো আপনার স্মার্টনেস বাড়াতে সহায়তা করবে। ৩. ডিম ডিমে রয়েছে পরিপূর্ণ মিনারেল ও ভিটামিন। মস্তিষ্কের জন্য উপকারি খাবার হিসেবেও ডিম পরিচিত। এতে রয়েছে প্রচুর আয়রন, আয়োডিন ও ভিটামিন বি১২। আর এসব কারণে ডিম আপনার নিয়মিত খাদ্যতালিকায় থাকা উচিত। আয়রন রক্তের লোহিত কনা তৈরিতে সহায়তা করে। এটি আপনার মস্তিষ্কে অক্সিজেন বহন করে নিয়ে যায়। আর অক্সিজেন আপনার মস্তিষ্ক উদ্দিপ্ত ও কর্মক্ষম রাখে। এছাড়া আয়োডিন মস্তিষ্কের সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে। ৪. গ্রিন টি স্মার্টনেস বাড়ানোর জন্য প্রতিদিন এক কাপ করে গ্রিন টি পান করা যেতে পারে। কারণ গবেষকরা জানিয়েছেন, গ্রিন টি মানসিক উদ্দীপনা বাড়াতে সহায়তা করে। এছাড়া স্মৃতিশক্তি বাড়াতেও এটি সহায়তা করে। এছাড়া গ্রিন টির অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের স্মৃতিশক্তির রোগ থেকেও দূরে রাখে। ৫. চকলেট চকলেটের একটি উপাদান ফ্লেভনইডস-এ রয়েছে মস্তিষ্ক উদ্দীপ্ত করার ক্ষমতা। অল্প পরিমাণে ডার্ক চকলেট খেলে তা আপনার মস্তিষ্কের নতুন নিউরন গজাতে সহায়তা করবে। আর এর ফলে মস্তিষ্কের স্মৃতি ধারণ ক্ষমতা বাড়বে। এ ছাড়াও মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়াতেও এটি সহায়তা করে। দেখা গেছে, চকলেট মানুষের দক্ষতা বাড়াতে সহায়তা করে। এ খাবারগুলো ছাড়াও মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখার জন্য আপনাকে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। কারণ পানি দিয়েই দেহ গঠিত। মস্তিষ্কের ৮০ ভাগ পানি। আর এ পানির ভাগ কমে গেলে তার ক্ষতি হয়। একুশে ষংবাদ ডটকম/এফরান/২১.০৭.০১৪
Link copied!