AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলাপুরে কালোবাজারির সন্দেহে আটক ১৭


Ekushey Sangbad

০১:২৩ পিএম, জুলাই ২১, ২০১৪
কমলাপুরে কালোবাজারির সন্দেহে আটক ১৭

একুশে সংবাদ : রাজধানীর কমলাপুর স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আজ সোমবার ২৫ জুলাইয়ের অগ্রিম টিকিট কাটছেন যাত্রীরা। গতকাল রোববারের চেয়ে আজ টিকিটপ্রত্যাশীদের ভিড় আরও বেড়েছে। টিকিট নিয়ে কালোবাজারি করার সন্দেহে ১৭ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে ১০ জন ও পর্যায়ক্রমে বেলা একটা পর্যন্ত আরও সাতজনকে টিকিট কালোবাজারি করার সন্দেহে রেলওয়ে পুলিশ আটক করেছে। সংশ্লিষ্ট কাউন্টার থেকে জানা যায়, তারা গতকাল রোববারও টিকিট কিনেছিলেন। আজকেও কিনেছেন। আগে সংগ্রহে রাখা ভিডিওচিত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। রেলওয়ে স্টেশন ম্যানেজার খায়রুল বাশার বলেন, আজকে ১৮ হাজার টিকিট দেওয়ার প্রস্তুতি রয়েছে। টিকিট দেওয়ার শেষ সময় বিকেল পাঁচটা হলেও বেলা তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ টিকিট শেষ হয়ে যাবে বলে মনে করছেন কাউন্টারের বিক্রেতারা। বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) কামরুল আহসান বলেন, এবার যাত্রীসংখ্যা বেশি হওয়ায় স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। পুরো টিকিটের ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং রেল বিভাগ একসঙ্গে পর্যালোচনা করছে। রেলস্টেশনের ২০টি কাউন্টার থেকে আজ টিকিট বিক্রি করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার ২৬ জুলাই, বুধবার ২৭ জুলাই, বৃহস্পতিবার ২৮ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। পর্যায়ক্রমে ঈদের আগের দিন পর্যন্ত টিকিট বিক্রি অব্যাহত থাকবে। আর যাত্রার দিন কাউন্টার থেকে ছাড়া হবে দাঁড়িয়ে যাওয়ার টিকিট। রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন ঢাকা থেকে সাড়ে ১৭ হাজার এবং চট্টগ্রাম স্টেশন থেকে ছয় হাজার ৮০০ টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। এদিকে কালোবাজারি রোধে স্টেশনে ১৬টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হয়েছে। রেলওয়ে পুলিশ বিশেষভাবে টিকিট বিক্রির ভিডিও করছে। পূর্বাঞ্চল থেকে এবার ১০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর চারটি চলবে চট্টগ্রাম-চাঁদপুর পথে। দুটি চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ পথে। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২১-০৭-০১৪:
Link copied!