AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী র‌্যাবের ২ সদস্যের


Ekushey Sangbad

০৯:৪৪ এএম, জুলাই ২২, ২০১৪
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী র‌্যাবের ২ সদস্যের

একুশে সংবাদ : বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় এই প্রথম রাব-১১ এর দুই সদস্য সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জে মনোয়ারা বেগমের আদালতে সাক্ষী হিসেবে আব্দুস সালাম ও আব্দুস সামাদ ১৬৪ ধারায় জবানবন্দি দেন। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন জানান, র‌্যাবের এই দুই সদস্য আদালতে ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছেন। তারা র‌্যাবের সাবেক তিন কর্মকর্তার যুক্ত থাকার বিষয়টিও বলেছেন। এর আগে ১৭ জুলাই র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে প্রশাসনিক তদন্ত কমিটি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কমিশনার নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত ২৭ এপ্রিল অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। অপহরণের ঘটনায় র‌্যাবের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়। গ্রেফতার হওয়ার পর কয়েক দফায় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের ‘দোষ স্বীকার’ করে আদালতে তারা জবানবন্দিও দেন। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২২-০৭-০১৪:
Link copied!