AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৪ ডাকাত আটক


Ekushey Sangbad

১০:৫৬ এএম, জুলাই ২২, ২০১৪
কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৪ ডাকাত আটক

একুশে সংবাদ: কিশোরগঞ্জ জেলা সদরে দেশীয় অস্ত্র ও গুলিসহ চার ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাত ১১টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের উত্তর কালিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র (পাইপগান), চার রাউন্ড (কারতুস) গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- ডাকাত দলের সর্দার এরশাদ মিয়া (২৯), বাচ্চু মিয়া (২৮) তারা দু’জন কটিয়াদি উপজেলার বনগ্রামের নিজাম উদ্দিন ও মহরম আলীর ছেলে। জসিম উদ্দিন (২২) ও খলিল মিয়া (৩২) নরসিংদী জেলার রায়পুরা থানার গজারিয়ার আদু মিয়ার ছেলে। জেলা ডিবির ওসি মোঃ রমজান আলী জানান, সশস্ত্র একটি ডাকাত দল কালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ ও কিশোরগঞ্জ সদর সার্কেলের সহ-পুলিশ সুপার (এএসপি) শাহেনশাহ মাহমুদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় দেশীয় অস্ত্রসহ চার ডাকাত আটক হলেও অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর সার্কেলের সহ-পুলিশ সুপার (এএসপি) শাহেনশাহ মাহমুদ বলেন, ডাকাত দলটি বড় হাওড় ও জেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন এলাকায় ডাকতির মামলা রয়েছে বলে তিনি জানান। তারা মৃত ডাকাত তামছু বাহিনীর সদস্য বলে এলাকাবাসি জানায়।   একুশে সংবাদ ডটকম/শহীদুল ইসলাম পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি/২২.০৭.১৪।        
Link copied!