AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এলজি জি থ্রি বাজারে মন কেড়েছে সবার


Ekushey Sangbad

১১:০৬ এএম, জুলাই ২২, ২০১৪
এলজি জি থ্রি বাজারে মন কেড়েছে সবার

একুশে সংবাদ ডেস্ক : টেকনিক্যাল বিশেষজ্ঞরা মনে করেন, সবচেয়ে ভাল জিনিস তাদের জন্য বানানো উচিত যারা তার অপেক্ষায় বসে থাকেন। তাই প্রতিদিনই কোনো না কোনো স্মার্টফোনের নতুন প্রোডাক্ট আসছে বাজারে। তেমনই, এলজি নিয়ে এল জি থ্রি। দামটা একটু বেশি হলেও রূপে, স্বাদে এক কথায় অপূর্ব। এলজি জি থ্রি বাজারে মাত্র ৪৭,৯৯০ টাকায় প্রথম প্রকাশ পেল। বাজারে এক সপ্তাহ চলার পর কেমন লাগছে এলজি জি থ্রি, জেনে নিন এক নজরে। অ্যানড্রয়েড ফোন হিসাবে জি টু থেকে অনেক বেশি স্মার্ট এবং উন্নত। জি থ্রির ডিসপ্লে ৫.৫ইঞ্চি। এটি হল অ্যালট্রা এইচডি রেজল্যুশন হিসেবে ভারতের স্মার্ট দুনিয়ার দ্বিতীয় ফোন। ডিসপ্লের দারুন ঔজ্জ্বল্য রয়েছে। তবে ডিসপ্লের রঙের তারতম্য দেখা যাবে যদি আপনি সর্বোচ্চ অথবা ডিসপ্লের সঙ্গে তুলনা করেন। জি থ্রি ফোনের পিছন পুরোপুরি ধাতুর তৈরি। মতো সাউন্ড পেতে পারেন। তবে জি থ্রির বিশেষত্ব হল 'ফ্ল্যাট থিমে' আপনার মেনু ও অন্যান্য ফিচারগুলি পাবেন। আপনার ব্যক্তিগত ফোল্ডারকে লক করতে পারেন। স্টোরেজ ফাইল স্ক্যান করে অযাচিত ফাইল খুব সহজে ডিলিট করতে পারবেন। কম আলোয় জি থ্রি দিয়ে ভাল ফোটো তুলতে পারবেন। সব শেষে ব্যাটারি সেভাবে ভাল না হলেও এখনও পর্যন্ত বাজারে আসা স্মার্ট ফোনেদের মধ্যে অন্যতম। কিন্তু এটা বলে রাখা ভাল বিমা করতে গেলে যেমন লেখা থাকে ছোটো ছোটো করে সতর্কবানী, স্মার্ট ফোনের ক্ষেত্রেও সেটা অবশ্যই প্রযোজ্য। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২২-০৭-০১৪:
Link copied!