AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্ব মুসলিমকে ফিলিস্তিনির পাশে দাঁড়ানোর আহ্বান এরশাদের


Ekushey Sangbad

১২:০৭ পিএম, জুলাই ২২, ২০১৪
বিশ্ব মুসলিমকে ফিলিস্তিনির পাশে দাঁড়ানোর আহ্বান এরশাদের

একুশে সংবাদ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত গণহত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তাদের পাশে বিশ্ব মুসলিমকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে পার্টির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘গাজায় নির্বিচারে নারী-শিশুসহ যেভাবে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে তাতে কোনো নিন্দা জানানোর ভাষা নেই।’ এরশাদ বলেন, ‘ইসরায়েল বর্বরোচিত ও ন্যাক্কারজনকভাবে মানুষ হত্যা করে চলছে অথচ পশ্চিমা বিশ্ব নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে।’ ‘অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর কঠোর চাপ প্রয়োগের জন্য পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান’ জানান তিনি। এরশাদ আরও বলেন, ‘ফিলিস্তিনের গাজা এলাকায় ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে মানুষ হত্যা করে যাচ্ছে তা সভ্য দুনিয়াকে কলঙ্কিত করছে। এ হামলায় মৃত সন্তানকে বুকে নিয়ে স্বজনদের আহাজারি মানবতাকেই ধিক্কার দিচ্ছে। অথচ যারা মানবাধিকারের কথা বলেন এইসব সভ্য জাতি আজ নীরব ভূমিকা পালন করছে। আমি এই নিরবতারও নিন্দা জানাই।’ গোটা বিশ্বকে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলের ওপর চাপ প্রয়োগেরও আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২২-০৭-০১৪:
Link copied!