AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে আত্রাইয়ের মেধাবী ছাত্রী


Ekushey Sangbad

০১:৪৬ পিএম, জুলাই ২২, ২০১৪
চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে আত্রাইয়ের মেধাবী ছাত্রী

একুশে সংবাদ: নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর মেধাবী ছাত্রী আইরিন আক্তার তৃষা (১২) চোখের ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অর্থ ও চিকিৎসার অভাবে যে কোন সময় এই মেধাবী ছাত্রীর জীবনের প্রদীপ নিভে যেতে পারে। সে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। আমিনুল ইসলাম পেশায় একজন কাঠমিস্ত্রী। তৃষার বাবা আমিনুল ইসলাম জানান, এক বছর যাবত তার বাম চোখের মনি ও শরীরের বিভিন্ন অংশ ফেটে দিনে ৫-৬ বার রক্ত ঝড়ছে। তিন মাস আগে দেশের বাহিরে অপারেশনের তারিখ নির্ধারন করা হলেও কেবলমাত্র অর্র্থের অভাবে অপারেশন করা সম্ভব হয়নি। গত ২০১২ সালের নভেম্বর মাসে তার এ নতুন ও বৈচিত্র রোগ ক্যান্সার ধরা পড়ে। পরবর্তিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগন টিম গঠন করে এ রোগ নির্ণয় করতে না পারায় তাদের পরামর্শক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা শেষে চোখের ক্যান্সার রোগ ধরা পড়ে। তবে চিকিৎসকরা বলেছেন বাংলাদেশে এ রোগের চিকিৎসা নেই। এজন্য যত দ্রুত সম্ভব আমেরিকা অথবা ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন। এতে খরচ হবে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা। তৃষার বাবা পেশায় কাঠমিস্ত্রী হওয়ার কারনে চরম বিপাকে পড়েছেন তিনি। তার পক্ষে এত টাকা জোগাড় করে মেয়ের চিকিৎসা করানো সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট এই রমজান মাসে যাকাত, ফেতরাসহ সকল প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে তুষা মৃত্যুর প্রহর গুনছে। সাহায্য পাঠানোর ঠিকানা: আমিনুল ইসলাম (তৃষার বাবা), বিকাশ একাউন্ট নম্বর- ০১৭৬৭-৫১৫১৯৪, ডাচবাংলা ব্যাংকের একাউন্ট নম্বর- ০১৭৬৭৫১৫১৯৪-২। একুশে সংবাদ ডটকম/রুহুলআমিন,আত্রাই,নওগাঁ/২২.০৭.১৪
Link copied!