AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমনওয়েলথ গেমসের পর্দা উঠছে আজ


Ekushey Sangbad

০৬:১২ এএম, জুলাই ২৩, ২০১৪
কমনওয়েলথ গেমসের পর্দা উঠছে আজ

একুশে স্পোর্টংস ডেস্ক : স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস। ২০তম এই আসরে ১০টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। পদক জয়ের সম্ভাবনা রয়েছে শ্যুটিং-এ। এবারের কমন ওয়েলথ গেমসে অংশ নিতে যাচ্ছে ৭১ দেশের ৪৫০০ অ্যাথলিট। যারা প্রতিদ্বন্দ্বিতা করবে ১৮টি ইভেন্টে । ২৩ জুলাই-৩ অগাস্ট; ১১ দিনব্যাপী এই আসরে অ্যাথলিটরা লড়বেন ২৬১টি পদকের জন্য। এর মধ্যে আছে প্যারা-স্পোর্টসের পাঁচটি ইভেন্টের ২২টি স্বর্ণপদকও। আসরে ১০টি ডিসিপ্লিনে অংশ নেবেন বাংলাদেশের ৩০ জন ক্রীড়াবিদ। তাদের সঙ্গে কোচ কর্মকর্তা রয়েছেন আরো ১১ জন। শ্যুটিং, জিমন্যাস্টিক, ভারোত্তোলন, সাঁতার, অ্যাথলেটিক্স, সাইক্লিং, কুস্তি, ব্যাডমিন্টন আর টেবিল টেনিসে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ১০টি ডিসিপ্লিনে অংশ নিলেও পদক জয়ের উজ্জ্বল সম্ভাবনা কেবল শ্যুটিংয়েই। বাংলাদেশ প্রথম অংশ নেয় ১৯৭৮ সালে। এরপর সাতবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ। এ পর্যন্ত পদক জয়ের সংখ্যা মাত্র ৫টি। তার মধ্যে স্বর্ণ ২টি। রৌপ্য ১টি ও ব্রোঞ্জ ২টি। সবকটিই এসেছে শ্যুটিং থেকে। ১৯৯০ সালে অকল্যান্ডে প্রথম স্বর্ণ জেতে বাংলাদেশ। এরপর ২০০২ সালে বিকেএসপির শ্যুটার আসিফ হোসেন খান ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ পদক জয় করে সবাইকে চমকে দেন। এবারে শুধু শুটিং থেকে নয়, অন্যান্য ইভেন্টেও সাফল্য আশা করছেন বাংলাদেশের অ্যাথলিটরা। একুশে সংবাদ ডটকম/এফরান/২৩.০৭.০১৪
Link copied!