AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

(ডিএসই),তে সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন


Ekushey Sangbad

০৬:১৫ এএম, জুলাই ২৩, ২০১৪
(ডিএসই),তে সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন

একুশে সংবাদ : দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শুরু হয় বুধবার। তবে লেনদেনের এক ঘণ্টার কাছাকাছি সময়ে এসে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক কমে গেছে। বেলা সাড়ে এগারোটায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৩ পয়েন্ট কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসি সার্বিক সূচক ৩২ পয়েন্ট কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই সময়ে লেনদেন হয়েছে ১১৮ কোটি ২৯ লাখ টাকা। মোট লেনদেনে অংশ নিয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। ডিএসইএক্স বা প্রধান সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬১১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৬৩ পয়েন্টে। সিএসইতে এই সময়ে লেনদেন হয়েছে ১০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। একুশে সংবাদ ডটকম/আর/২৩-০৭-০১৪:
Link copied!