AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেশি বয়সীদের পোশাক ক্রয়ে লক্ষ্যণীয়


Ekushey Sangbad

০৬:১৮ এএম, জুলাই ২৩, ২০১৪
বেশি বয়সীদের পোশাক ক্রয়ে লক্ষ্যণীয়

একুশে সংবাদ ডেস্ক : ঈদের আগে দাদা-দাদি, নানা-নানি কিংবা যেকোনো বয়স্ক আত্মীয়ের জন্য পোশাক কিনেছে বা কেনার পরিকল্পনা করেছেন নিশ্চয়ই? তবে বয়স্কদের জন্য যে কোনো পোশাক কিনলেই হবে না। বয়স্কদের জন্য পোশাক কেনার সময় খেয়াল রাখতে হবে পোশাক শুধু ফ্যাশন কিংবা স্টাইলই নয়, এটা একটি নিত্যব্যবহার্য জিনিসও। মনে রাখতে হবে, তরুণ-তরুণীরা যেসব পোশাক পরতে পারবে, বয়স্কদের সেসব পরতে পারবে না। তাই বয়স্কদের ফ্যাশন হবে কিছুটা আলাদা। তাদের জন্য পোশাক কিনতে গেলে যে আটটি বিষয় লক্ষ রাখতে হবে, তা দেওয়া হলো। ১. বয়স্কদের বিশেষ ধরনের পোশাক বয়স্কদের জন্য বিশেষ ধরনের পোশাক বাজারে পাওয়া যায়। এগুলো প্রয়োজনমতো সহজেই খোলা ও লাগানো যায়। এ পোশাকে অনেক সুবিধা থাকলেও স্টাইলের দিক দিয়েও কম নয়। তাই পোশাক কেনার সময় এসব পোশাক খুঁজে দেখতে হবে। ২. শরীরের মাপমতো পোশাক বয়স্ক পুরুষ বা নারীদের সঠিক মাপের পোশাক পরা অত্যন্ত জরুরি। খেয়াল রাখতে হবে, পোশাক যেন শরীরে বেশি টাইট না হয় আবার বেশি ঢিলাও না হয়। কারণ টাইট পোশাক শরীরে রক্তচলাচলে বাধার সৃষ্টি করতে পারে। অন্যদিকে বেশি ঢিলা পোশাকে বেমানান ও অগোছালো দেখাবে। ৩. জুতা বয়স্কদের জুতা পছন্দের ক্ষেত্রে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ জুতা থেকে যেন পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যায়, তা লক্ষ রাখতে হবে। এ জন্য হিল ধরনের উঁচু জুতা বাদ দিতে হবে। জুতার তলা যেন পিচ্ছিল না হয়, এ বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা যেন পায়ের জন্য আরামদায়ক হয় এটি খেয়াল রাখতে হবে। ৪. পরিবর্তনশীল দেহ শুধু ছোটদেরই দেহ পরিবর্তিত হয় না, বয়স্কদেরও দেহ পরিবর্তিত হতে পারে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই ধীরে ধীরে দেহের পরিবর্তন হতে পারে। এ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে নতুন পোশাক কেনার সময় প্রতিবার নতুন করে শরীরের মাপ নিতে হবে। ৫. ঝামেলামুক্ত পোশাক বয়স্কদের ছোট চেন, বোতাম ও হুকযুক্ত পোশাক কম ব্যবহার করাই ভালো। অনেক বয়স্ক ব্যক্তিই এগুলো পরতে সমস্যায় পড়ে। এর বদলে সহজে পরা ও খোলা যায়, এমন পোশাকই ভালো। ৬. সাধারণ ডিজাইনের পোশাক বয়স্ক মানুষদের ভারী ও জাঁকজমকপূর্ণ পোশাকের বদলে সাধারণ ডিজাইনের পোশাক পরাই ভালো। ঢিলা ও হালকা পোশাক শরীরের রক্তচলাচলের সুবিধা দেয়। এ ছাড়াও দেহে বাতাস লাগার ফলে শরীরের তাপমাত্রা ঠিক রাখতেও সহায়তা করে সাধারণ ডিজাইনের পোশাক। ৭. সহজে রক্ষণাবেক্ষণযোগ্য পোশাক বয়স্কদের পোশাক কেনার সময় খেয়াল রাখা উচিত এগুলো যেন সাধারণভাবেই বাড়িতে ধোয়া ও শুকানো যায়। বয়স্কদের পোশাকও যদি ড্রাই ওয়াশ কিংবা ইস্ত্রি করে ব্যবহার করতে হয় তাহলে সেটা বিড়ম্বনার কারণ হবে। ৮. আবহাওয়ার উপযোগী পোশাক শীতকালে বয়স্কদের ভালো ও আরামদায়ক গরম পোশাক প্রয়োজন হয়। আর গরমকালে প্রয়োজন হয় হালকা পোশাকের। শীতকালে তাদের যেন ঠাণ্ডা না লাগে আর গরমকালে যেন শরীরের তাপমাত্রা কম থাকে- এ দুটি বিষয় মাথায় রেখে তাদের পোশাক কেনা উচিত।
Link copied!