AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবারো ব্রাজিল দলের দায়িত্ব দুঙ্গার কাঁধে


Ekushey Sangbad

০৬:২১ এএম, জুলাই ২৩, ২০১৪
আবারো ব্রাজিল দলের দায়িত্ব দুঙ্গার কাঁধে

একুশে স্পোর্টস ডেস্ক : আবারো ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হলেন কার্লোস দুঙ্গা। দ্বিতীয় বারের মত সেলেসাওদের দায়িত্ব পেলেন ৯৪ বিশ্বকাপ জয়ী এই ব্রাজিল অধিনায়ক। বিশ্বকাপ ব্যর্থতার দায় মাথায় নিয়ে বিদায় নেয়া কোচ লুইস ফেলিপে স্কলারির জায়গায় দুঙ্গাকে নিয়োগ দিয়েছে ব্রাজিলের ফুটবল সংস্থা। বিশ্বকাপ ব্যর্থতার দায় মাথায় নিয়েই ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ান লুই ফেলিপে স্কলারি। নতুন কোচ খুঁজে নিতে তেমন একটা সময় নেয়নি ব্রাজিল ফুটবল কনফেডারেশন। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সাবেক গোলকিপার রিনালদো দায়িত্ব নেওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল আবারো ফেরানো হতে পারে কার্লোস দুঙ্গাকে। শেষমেষ সেটাই হলো। দ্বিতীয়বারের মতো সেলেসাওদের কোচের দায়িত্ব পেলেন দুঙ্গা। ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গা বলেন, ফিরে আসতে পেরে আমি খুব খুশি। সমর্থকরা এখন মনক্ষুন্ন রয়েছে। তবে তারা দলের সাথেই আছে। আমি এখানে স্বপ্ন দেখাতে আসিনি। আমাদের এখন থেকেই কাজ শুরু করতে হবে। অবশ্যই ২০১৮ কে লক্ষ্য রেখে কাজ করতে হবে। এখন দল বেশ তরুণ। আমাদের তারুণ্য আর অভিজ্ঞতার সমন্নয় করতে হবে। ২০০৬ সালে প্রথমবার ব্রাজিল দলের দায়িত্ব নেন দুঙ্গা। তার অধীনেই ২০০৭ কোপা আমেরিকা ও ২০০৯ এর কনফেডারেশন কাপ শিরোপা জেতে সেলেসাওরা। তবে দুঙ্গা ব্যর্থ হন ২০১০ বিশ্বকাপে। সেবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরেই বিদায় নেয় ব্রাজিল। আর এরপই সরে দাড়াতে হয় দুঙ্গাকে। বিশ্বকাপে ব্যর্থ হলেও দুঙ্গার দায়িত্বকালীন সময়ে ব্রাজিলের জয়ের পাল্লাই ভারি ছিল। দুঙ্গার অধীনে ৬০ টি ম্যাচ খেলে সেলেসাওরা হেরেছে ‍মাত্র ৬ টি’তে। দুঙ্গার প্রথম স্কোয়াড জানা যাবে অগাস্টের শেষ দিকে। কলম্বিয়া ও ইকুয়েডরের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। একুশে সংবাদ ডটকম/এফরান/২৩.০৭.০১৪
Link copied!