AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় নিরীহ মানুষদের ওপর বর্বরোচিত হামলা, নীরব বিশ্ব বিবেক


Ekushey Sangbad

০৮:২৩ এএম, জুলাই ২৩, ২০১৪
গাজায় নিরীহ মানুষদের ওপর বর্বরোচিত হামলা, নীরব বিশ্ব বিবেক

একুশে সংবাদ : পুরো বিশ্ব যখন বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত ঠিক তখনই সুযোগবুঝে বিশ্বের একমাত্র অবৈধ রাষ্ট্র ইসরাইল আবার শুরু করেছে ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষদের ওপর বর্বরোচিত হামলা। প্রাপ্ত খবর অনুসারে ইসরাইলি হামলায় নারী,পুরুষ শিশুসহ একশ’র বেশি জন মারা গেছেন আর আহত হয়েছেন তিনশ’ ফিলিস্তিনি।   বিশ্বের সবচেয়ে নিপীড়িত ও নির্যাতিত জাতি ফিলিস্তিনিদের জন্য গত ১৪ মে ’নাকবা’ মানে মহাবিপর্যয় দিবস উপলক্ষ্যে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। ইসরাইলের ফিলিস্তিনিদের উপর নতুন করে হামলার প্রেক্ষাপটে সেই স্ট্যাটাসটি পুনরাবৃত্তি করছি। মুসলমানদের মধ্যে একটা প্রবণতা হলো ইসরাইল রাষ্ট্রটিকে যতটা না ঘৃণা করি তারচেয়ে বেশি ঘৃণা করি ইহুদিদেরকে, কিন্তু ইসরাইল রাষ্ট্রের সঙ্গে ইহুদি নয় বরং ইহুদিবাদের সম্পর্ক জড়িত। ইহুদি আর ইহুদিবাদ দুটো এক নয়। ইহুদি ধর্মের দু’টি শাখা আছে। একটিকে বলা হয় জায়নিজম বা ইহুদিবাদ আর অন্যটিকে বলা হয় জুডায়জম যা আদি ইহুদি ধর্মের অনুসারী। ইহুদিবাদের ইউটোপিয়ান হলো বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠা। সত্যিকারভাবেই ইহুদিবাদ বলতে এক বিশেষ রক্ষণশীল ইহুদি সম্প্রদায়কে বলা হয় যারা বৃহত্তর ইসরাইর সম্পর্কে অবগত যা আজকের মিশর, জর্ডান, ইরাক, সিরিয়া, লেবানন ও ফিলিস্তিন নিয়ে গঠিত হবে এবং এর বাস্তবায়ন করাকে ‘ঈশ্বরের পবিত্র দায়িত্ব’ বলে মনে করেন। অনেক ইহুদি রাব্বী বিশেষ করে যারা জুডায়জমের অনুসারীরা মনে করেন না এই তত্ত্ব ইহুদি ধর্মের কোন অংশ বরং তারা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী ও ইসরাইলের ধ্বংস কামনা করেণ। World without Zionism শিরোনামে ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ ২০০৫ ও ২০১০ সালে পরপর দু’টি সেমিনারের আয়োজন করেছিলেন যে সেমিনারে মূল বক্তা ছিলেন জুডায়জমের অনুসারী ইহুদি রাব্বীগণ! একুশে সংবাদ ডটকম/আর/২৩-০৭-০১৪:
Link copied!