AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অগ্রিম টিকিটের জন্য হাহাকার


Ekushey Sangbad

০৫:৩১ এএম, জুলাই ২৪, ২০১৪
অগ্রিম টিকিটের জন্য হাহাকার

একুশে সংবাদ : ঈদ সামনে রেখে ২০ লাখ মানুষ চট্টগ্রাম ছাড়বে। সঙ্কট দেখা দেবে গণপরিবহনের। ট্রেন ও বাসের অগ্রিম টিকিটের জন্য হাহাকার চলছে। ট্রেনের কাউন্টারগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রত্যাশিত টিকিট মিলছে না। চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন রুটের অধিকাংশ বাস কোম্পানির অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। তবে ঢাকা-চট্টগ্রাম রুটে বুধবার পর্যন্ত অবিক্রীত টিকিট রয়েছে। চাহিদার তুলনায় রেল স্বল্পসংখ্যক যাত্রী পরিবহন করায় বাস কাউন্টারের দিকে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। জানা গেছে, ঈদ সামনে রেখে ২০ লাখেরও বেশি মানুষ চট্টগ্রাম ছেড়ে যাবেন। তাদের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে বাস, ট্রেন, লঞ্চ ও বিমান সংশ্লিষ্টরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মহাসড়কগুলোর বেহাল দশার কারণে বাসের চেয়ে ট্রেনের দিকে মানুষের আগ্রহ বেশি। ট্রেনের কাউন্টারে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অনেকে অগ্রিম টিকিট কিনতে পেরেছেন। শেষ পর্যন্ত প্রত্যাশিত টিকিট মেলাতে পারছেন না_ এমন মানুষের সংখ্যাও কম নয়। এবার চট্টগ্রাম থেকে যাত্রীদের জন্য মাত্র ৩ হাজার ৬৫০টি অতিরিক্ত টিকিট বিক্রির টার্গেট করেছে রেল কর্তৃপক্ষ। ঈদ উপলক্ষে চট্টগ্রাম রেলস্টেশনে অনলাইন সিস্টেম বন্ধ করে সাতটি কাউন্টার থেকে সরাসরি টিকিট বিক্রি করা হচ্ছে। বর্তমানে সিট অনুযায়ী টিকিট বিক্রি হচ্ছে। স্পেশাল বগি কিংবা স্ট্যান্ডিং টিকিট যাত্রার দিন সকালে বিক্রি করা হবে। ২২ জুলাই ২৬ জুলাইয়ের, ২৩ জুলাই ২৭ জুলাইয়ের এবং ২৪ জুলাই ২৮ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে। ফিরতি পথের টিকিট বিক্রি শুরু হবে ২৭ জুলাই থেকে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অন্যদিকে ঈদ উপলক্ষে ১৫ থেকে ২০টি রুটের অগ্রিম টিকিট ১৬ জুলাই থেকে বিক্রি করছে বাস কোম্পানিগুলো। ট্রেন টিকিটের মতো বাস কাউন্টারগুলোতে ২৭ ও ২৮ জুলাইয়ের অগ্রিম টিকিটের জন্য হাহাকার চলছে। বুধবার গরীবুল্লাহ শাহ (রহ.) মাজার গেট, অলঙ্কার এবং স্টেশনরোড এলাকার কাউন্টারগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এদের অনেকে টিকিট না পেয়ে শূন্য হাতে ফিরছেন। ঢাকা-চট্টগ্রাম রুট ছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গের বিভিন্ন রুটের যাত্রীরা টিকিট পাচ্ছেন না। এদিকে এবার ট্রেন ও বাসের অগ্রিম টিকিট কালোবাজারে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ফজলে রাবি্ব নামের একজন জানান, ২৭ জুলাই চট্টগ্রাম-খুলনা রুটের গাড়ির টিকিট পাচ্ছি না। কিন্তু অতিরিক্ত টাকার বিনিময়ে কালোবাজার থেকে পাওয়া যাচ্ছে। সেন্টমার্টিন পরিবহনের মাজারগেট কাউন্টারের বুকিং কর্মকর্তা জাহেদুল পিংকু বলেন, অগ্রিম টিকিট প্রায় শেষ। এছাড়া কে টিকিট কালোবাজারি আর কে প্রকৃত গ্রাহক, তা শনাক্ত করা সম্ভব হয়ে ওঠে না। যাত্রীদের চাহিদার বিপরীতে শূন্য থাকাসাপেক্ষে ঢাকা-চট্টগ্রাম রুটের অবিক্রীত টিকিট বিক্রি করা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে মঙ্গলবার ট্রেনের ১২টি আসনের পাঁচটি টিকিটসহ মোঃ আবদুল্লাহ (৩০) নামে এক কালোবাজারিকে আটক করে পুলিশ। এর আগে সোমবার স্টেশনরোড থেকে ৪০টি আসনের ২৫টি টিকিটসহ আবদুর রহিম নামে এক টিকিট কালোবাজারিকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ আলোকিত বাংলাদেশকে বলেন, কালোবাজারি ঠেকাতে প্রশাসনিক উদ্যোগ নেয়া হয়েছে। টিকিট ক্রয় কার্যক্রম সিসি টিভি দিয়ে মনিটরিং করা হচ্ছে। যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণই বিক্রি করা হবে। অনিয়ম করতে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, রেলওয়ে কর্মকর্তা, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনিয়ম ঠেকাতে তৎপর রয়েছেন। একুশে সংবাদ ডটকম/আর/২৪-০৭-০১৪:
Link copied!