AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সমন্বিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যাত্রা শুরু


Ekushey Sangbad

০৬:২১ এএম, জুলাই ২৪, ২০১৪
সমন্বিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যাত্রা শুরু

একুশে সংবাদ : উইন্ডোজের পরবর্তী সংস্করণে বর্তমান উইন্ডোজের তিনটি ভিন্ন সংস্করণ এক করা হবে। অপারেটিং সিস্টেম হবে একটি, যা সমর্থন করবে সব স্ক্রিন সাইজ। ডেস্কটপ থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোন সবকিছুই চলবে ওই অপারেটিং সিস্টেমের সংস্করণে। সম্প্রতি উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। তবে সমন্বিত ওই নতুন ওএসটির নাম কী হবে, তা বলেননি তিনি। গুজব রটেছিল, নতুন উইন্ডোজের কোড নাম হতে পারে থ্রেশহোল্ড এবং সংস্করণ হবে উইন্ডোজ ৯। মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, স্টিভ বলমার পদত্যাগ করার পর প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাঠামো নতুন করে সাজিয়েছে। প্রতিষ্ঠানটি এখন একটি একক টিম হিসেবে কাজ করছে। উইন্ডোজের পরবর্তী এ সংস্করণটি ভিন্ন ভিন্ন ডিভাইসে চালাতে থাকবে বিশেষ ফিচার। এছাড়া একক এ অপারেটিং সিস্টেম ভিন্ন ভিন্ন সংস্করণে বিক্রি হবে। ধারণা করা হচ্ছে, উইন্ডোজ ফোন এবং থ্রেশহোল্ডের উইন্ডোজ আরটি সংস্করণের ডেস্কটপ ফিচার রাখা হবে না। তবে ডেস্কটপ সিস্টেমে বিদ্যমান সব উইন্ডোজ অ্যাপ্লিকেশন তাতে চলবে। সর্বশেষ গুজব অনুযায়ী, উইন্ডোজ ৯ যাত্রা শুরু করছে ২০১৫ সালের শুরুর দিকে। গ্রাহকের জন্য মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিস্টেমে স্টার্ট মেনু ফিরিয়ে আনতে যাচ্ছে। একুশে সংবাদ ডটকম/আর/২৪-০৭-০১৪:
Link copied!