AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ম স্থানে ধোনি, দশম মেসি


Ekushey Sangbad

০৬:৫৪ এএম, জুলাই ২৪, ২০১৪
৫ম স্থানে ধোনি, দশম মেসি

একুশে স্পোর্টস ডেস্ক : প্রভাবশালী সাময়িকী ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের সেরা ধনী খেলোয়াড়ের তালিকায় পঞ্চম স্থান দখল করেছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। এ তালিকায় দশম স্থানে রয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি। তালিকার শীর্ষে অবস্থান করছেন যৌথভাবে টেনিস সেনসেশন রজার ফেদেরার ও গলফার টাইগার উডস। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন তালিকার নবম স্থানে। অর্জিত টাকার পরিমাণ বিবেচনা করা হয়েছে ম্যাচ ফি, বিজ্ঞাপনসহ অন্যান্য খাত থেকে আয় হিসাব করে। ফোর্বসের তথ্যানুয়ায়ী, ফেদেরার ও টাইগার উডসের বাৎসরিক আয় ৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। ধোনির উপার্জন ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে বাস্কেট বল খেলোয়াড় লেবরন জেমস (২ দশমিক ৭ কোটি),তৃতীয় স্থানে গলফার ফিল মিকেলসন (২ দশমিক ৫ কোটি), চতুর্থ স্থানে টেনিস তারকা মারিয়া শারাপোভা (২ দশমিক ৩ কোটি), পঞ্চম স্থানে ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি (২ কোটি ১০ লাখ), ষষ্ঠ স্থানে দৌড়বিদ উসাইন বোল্ট ( ২ কোটি), সপ্তম স্থানে বাস্কেট বল খেলোয়াড় কোব ব্রায়ান্ট (১ দশমিক ৯ কোটি), অষ্টম স্থানে টেনিস তারকা লি না (১ দশমিক ৫ কোটি), নবম স্থানে ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো (১ দশমিক ৩ কোটি), দশম স্থানে রয়েছেন লিওনেল মেসি (১ দশমিক ৩ কোটি) এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ওয়েবসাইট অনুযায়ী, ফেদেরার বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে ১০ বছরের চুক্তিবাবদ আয় করেন ১০ কোটি মার্কিন ডলার। ফেদেরারের নামের পাশে রয়েছে রেকর্ড ১৭টি গ্রান্ডস্লাম। আর টাইগার উডস জিতেছেন ১৪টি সেরা গলফ টুর্নামেন্ট শিরোপা। ১৮টি টুর্নামেন্ট জয়ে তার সামনে রয়েছেন শুধু জ্যাক নিকোলাস। একুশে সংবাদ ডটকম/এফরান/২৪.০৭.০১৪
Link copied!