AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাবার মত সফল হতে পারবো না : অভিষেক বচ্চন


Ekushey Sangbad

১০:৫২ এএম, জুলাই ২৪, ২০১৪
বাবার মত সফল হতে পারবো না : অভিষেক বচ্চন

একুশে সংবাদ : অমিতাভ বচ্চনের ছেলে হয়েও বলিউডে তেমন নাম করতে পারেননি তিনি। বাবার থেকে যেমন সবচেয়ে অনুপ্রাণিত তেমনই বাবার সঙ্গে বারবার তুলনা হলেছে তার। অভিষেক সম্প্রতি জানিয়েছেন অমিতাভ বচ্চনের মতো কেউ হতে পারবে না। এমনকি তিনি নিজেও কোনদিনই অমিতাভের মত সফল হতে পারবেন না। এই কারণেই বলিউডে অমিতাভ বচ্চনকে বিগ বি বলা হয়। সম্প্রতি নিজের কাবাডি টিমের প্রস্তুতি নিতে জয়পুরে গিয়েছিলেন অভিষেক। মঙ্গলবার জয়পুরে এক সাংবাদ সম্মেলনে তিনি জানান, "আগেও, এখনও আর ভবিষ্যতেও একটাই অমিতাভ বচ্চন ছিল আর থাকবে। আমি জুনিয়ার বচ্চন আর আমার খুব গর্ব হয় কারণ লোকে তাকে বিগ বি বলে ডাকেন।" অমিতাভ বচ্চনের নতুন টেলিশো ‘যুদ্ধ’তেও যোগ দান রয়েছে অভিষেকের। তিনি জানান তার কবাডি টিম ‘পিঙ্ক প্যান্থরস’এর সঙ্গে ‘যুদ্ধ’র কোন মোকাবিলা নেই। অভিষেক বলেন, "আমি সবসময়ই কোন কাজ করার আগে বিগ বি’র সঙ্গে আলোচনা করি, ওনার মতামত ও আশীর্বাদ নিই। আমি সিরিয়াল দেখেছি উনি খুব ভাল কাজ করছেন আর আমি আমার দলের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছি।" জুনিয়র বচ্চন বলেন ছোটবেলা থেকে নাকি অমিতা তাকে কবাড়ি শিখিয়েছিলেন এমনকি দিল্লিতে পড়ার সময়ই তিনি কাবাডি খেলতেন। তিনি জানান কাবাডি দলের মালিক হওয়ার জন্য অমিতাভ নাকি খুব উৎসাহিত। বিগ বি’ও জয়পুরে টিমের প্রস্তুতি দেখতে আসতে চেয়েছিলেন কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। একুশে সংবাদ ডটকম/আর/২৪-০৭-০১৪:
Link copied!