AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিমের জন্যও বিকল্প খেলোয়াড় তৈরি আছে : ফারুক


Ekushey Sangbad

১১:১৫ এএম, জুলাই ২৪, ২০১৪
তামিমের জন্যও বিকল্প খেলোয়াড় তৈরি আছে : ফারুক

একুশে সংবাদ : চলতি বছরে এখন পর্যন্ত মাঠের ক্রিকেটে দুঃসময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ফরম্যাটেই পরাজয়ের মিছিলে রয়েছে বাংলাদেশ। ২০১৪ সালে বাংলাদেশ দলের বাজে সময়ের প্রতীকই যেন তামিম ইকবাল। ব্যাট হাতে ছন্নছাড়া হাল এখন এই বাঁহাতির। সর্বশেষ ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেই তার একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। দলে থাকা তামিম সারাদেশে সমালোচিত হয়েছেন। বছরের শুরু থেকে জাতীয় দলের মতোই ধুঁকছে তামিমের ব্যাট। শ্রীলঙ্কা সিরিজ, বিশ্বকাপ, ভারত সিরিজে ব্যর্থ হয়েছেন তিনি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার দলে থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ এর মাঝে জাতীয় দলে থাকার মতো পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। লন্ডনে প্রদর্শনী ম্যাচ খেলতে গিয়েও রান পাননি। এ বছর টেস্টে সর্বশেষ চার ইনিংসে তামিমের স্কোর ৬, ১১, ০, ৩১। ওয়ানডেতে শেষ চার ইনিংসে স্কোর ৫, ৫৮, ০, ৪ এবং টি-২০ তে ৫, ৬, ১৬, ৫। জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ গতকাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তামিমের জন্যও বিকল্প খেলোয়াড় তৈরি আছে। মিরপুরে এদিন সাংবাদিকদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ দল নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক। কয়েকদিনের মধ্যেই দল চূড়ান্ত করার বিষয়টিও জানিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক আহমেদের উত্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো। প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজ সফরের দল কবে ঘোষণা হবে? ফারুক আহমেদ: আজকে (কাল) আমরা ক্যাপ্টেন, কোচকে ডেকেছিলাম তাদের পরামর্শ নিতে, যেটা আমরা করে থাকি। তাদের মতামতের পর প্রাথমিক একটা তালিকা করেছি। যেমন আমরা কী কন্ডিশনে খেলতে যাচ্ছি, তারা কী চায়, কারণ তারাই কাছ থেকে দেখে। ক্যাপ্টেন টিম চালায়। ওই দিকটা বিবেচনা করে তাদের মতামত নিয়েছি। কালকে (আজ) হয়তো বসব, তারপর ফাইনাল করব দল। প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে দল কেমন হবে? ফারুক আহমেদ: দল করার ব্যাপারে দু-তিনটা জিনিসে মনোযোগ দিই আমরা। প্রথমত কোন কন্ডিশনে খেলছি, কার বিপক্ষে খেলছি। এতদিন আমরা হোমে দল বানিয়েছি, এবার ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন পরিবর্তন হয়েছে। আগে প্রচুর বাউন্স থাকত। এখন ঐতিহ্য বদলেছে। পুরোপুরি স্পিনিং ট্র্যাক তারা বানায় না। যেমন বার্বাডোজের কেনসিংটনের উইকেটে বেশ বাউন্স আছে কিন্তু অতটা মুভমেন্ট নাই। কিছুটা মিশ্রণ হয়ে গেছে উইকেটগুলো। আগে ওয়েস্ট ইন্ডিজকে আমরা চিন্তা করতাম চার-পাঁচটা ফাস্ট বোলার দরকার। সেটা কিন্তু এখন নেই। সাথে সাথে এটাও বিশ্বাস করি ওয়েস্ট ইন্ডিজ তার শক্তিশালী পয়েন্টে খেলবে। ওরা ওদের হোমে শক্ত পয়েন্ট এবং আমাদের দুর্বল পয়েন্ট চিন্তা করে উইকেট দেয়ার চিন্তা করবে। আমারা কিছু ধারণা পেয়েছি ওয়েস্ট ইন্ডিজ সম্পর্কে। ওয়েস্ট ইন্ডিজে আমাদের ‘এ’ দল গিয়েছিল। প্রথম ম্যাচের উইকেটটা ভালো ছিল না ওভালে। দ্বিতীয় ম্যাচে ভালো ছিল। যদিও ওখানে আমরা খেলব না। আসলে ওয়েস্ট ইন্ডিজে বিভিন্ন জায়গায় বিভিন্ন উইকেট হয়। আসলে আমাদের শক্ত এবং দুর্বল পয়েন্ট কী, স্পিন না পেস— এটা ভাবতে হবে। সব মিলিয়ে বেশ চ্যালেঞ্জিং হবে দল গড়া এবং ওয়েস্ট ইন্ডিজ ট্যুরটা। প্রশ্ন: এই সফরে ব্যাটিংটা চিন্তার বিষয় কি না? ফারুক আহমেদ: শেষ সিরিজগুলো যদি দেখি আমরা, বিচ্ছিন্ন কিছু ইনিংস ছাড়া ব্যাটিং আমরা ভালো করিনি। সর্বশেষ ভারতের সিরিজটা লো স্কোরিং ম্যাচে জিততে পারিনি। ব্যাটিংটা আমাদের দুশ্চিন্তার কারণ। একইভাবে বুঝতে হবে, যেটা ক্রিকেটে হয়, একসাথে বেশ কিছু খেলোয়াড় ছন্দচ্যুত হয়ে পড়েছে। ওপেনিংয়ে কেউ রান পাচ্ছিল না, লেট মিডল অর্ডারেও রান হচ্ছিল না। আমি আশা করি বিশ্বকাপ সামনে আছে অস্ট্রেলিয়াতে, দ্বিপাক্ষিক এই সিরিজগুলোও গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই। একই সাথে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ম্যাচগুলো আমরা দেখতে চাই। কালকে আমি দেখেছি বোলিং মেশিনে শর্ট পিচ ডেলিভারি দেয়ার চেষ্টা করছে। সুতরাং নির্দিষ্ট স্কিল ট্রেনিং করছে প্রচুর। আশা করি যে ঘাটতিগুলো ছিল গত দু-তিন সিরিজে আমি নিশ্চিত তা থেকে উতরে যেতে পারবে। প্রশ্ন: সাকিবের বিকল্প ঠিক করেছেন? ফারুক আহমেদ: সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এটা ক্রিকেটেরই অংশ। একজন খেলোয়াড়র ইনজুরিতে পড়তে পারে। সাকিব অবশ্য সাসপেনশনে আছে। আমরা এর আগে সাকিবকে ছাড়া খেলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানের দিক থেকে যেটা করতে হচ্ছে, সাকিবের বিকল্প চিন্তা করতে গিয়ে একটা খেলোয়াড় বেশি নিতে হচ্ছে আমাদের। আপনারা জানেন সাকিব বোলিং-ব্যাটিং দুটোই করতে পারে। সাকিবের অভাবটা পূরণ করতে পারব। কিন্তু যে কথাটা বললাম আমাদের একজন অতিরিক্ত বোলার বা ব্যাটসম্যান খেলাতে হবে। প্রশ্ন: তামিমের ফর্মটা ভালো নয়। তার বিকল্পও কি ভাবতে হচ্ছে? ফারুক আহমেদ: অবশ্যই, আপনারা জানেন তামিম আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। সামনে বিশ্বকাপ আছে, বিশ্বকাপের আগে যতটা সম্ভব যারা মূল প্লেয়ার আছে তারা যেন তাড়াতাড়ি ছন্দে ফিরে আসে। যাদের বাজে সময় যায়, আমরা দেখি যে তারা অন্য জিনিসগুলো ঠিকমতো করছে কি না। সে প্র্যাকটিসে কঠিন পরিশ্রম করছে। কোচের অধীনে স্কিল করছে। চেষ্টা করছে সে। তবে ম্যাচে কখন ফর্ম ফিরে আসবে সেটা বোঝা যাচ্ছে না। তার জন্যও অবশ্য আমাদের বিকল্প খেলোয়াড় আছে। সেক্ষেত্রে আমরা ওরকম করে দলটা বানিয়েছি। প্রশ্ন: টেস্ট দলে তাসকিনের সুযোগ কতটুকু? ফারুক আহমেদ: এখনও সে টেস্টের জন্য ফিট না। এখনও সে আমাদের বিবেচনায় নেই। প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজ সফর করা ‘এ’ দলের কেউ কি সুযোগ পাবেন? ফারুক আহমেদ: এ ধরনের ট্যুর করা হয় খেলোয়াড়রদের সম্পর্কে পরিচিত হওয়ার জন্য। আমরা কিছু সিরিজ খেলোয়াড়ও পাঠিয়েছিলাম কিছু ইয়াং স্টারও পাঠিয়েছিলাম। এক্ষেত্রে দল গঠনে প্রভাব ফেলে। ওই কন্ডিশনে যারা ভালো খেলেছে তাদের আমরা মাথায় রাখি। আবার যারা খারাপ খেলেছে তারা যে বাদ হয়ে যাবে তা না। আবার যারা নিশ্চিত খেলোয়াড় তারা হয়তো ওই কন্ডিশনে ভালো খেলেনি তাদের বাদ দেব না। আমরা পাঁচ-ছয়জন খেলোয়াড়কে এ দলে পাঠিয়েছিলাম কন্ডিশনে অভ্যস্ত হওয়ার জন্য। মমিনুল, নাসির, ইমরুল, শুভ চমত্কার খেলেছে। প্রশ্ন: দল গঠনে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখবেন কি? ফারুক আহমেদ: দুটো প্র্যাকটিস ম্যাচ দেখে তো টিম বানাই না। দু-একটা খেলোয়াড়ের ব্যাপারে যদি সংশয় থাকে সেক্ষেত্রে আমরা প্র্যাকটিস ম্যাচ দেখি। আমরা লম্বা সময় ধরে তাদের পারফরম্যান্স দেখে দল বানাই। প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে নতুন কেউ আসতে পারে? ফারুক আহমেদ: আমরা সব সময় চিন্তা করি একটা দুটো নতুন ছেলেকে দলে রাখতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো কন্ডিশনে একটা ছেলেকে নেয়া, আমি বলছি না কেউ চান্স পাবে না। তবে আমরা কন্ডিশনের কথা চিন্তা করে একটা নতুন ছেলেকে চান্স দিই। সেক্ষেত্রে আমরা বিবেচনা করব ওয়েস্ট ইন্ডিজের কী শক্তি, কী দুর্বলতা। সুতরাং আমরা এগুলো দল নির্বাচনে বিবেচনায় রাখব। প্রশ্ন: টেস্টে পেসার রবিউলের সম্ভাবনা কেমন? ফারুক আহমেদ: আমার মনে হয় রবিউল টেস্ট খেলার পর একটা টেস্ট হয়েছে। এর কোনো টেস্টই হয়নি। আবার সে দুটো চারদিনের ম্যাচ খেলেছে, ওয়ানডে খেলেছে। সুতরাং রবিউলের যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস হয়েছে। আমি বিশ্বাস করি রবিউল ভালো বল করেছে ওখানে। তাকে আমরা ওয়ানডেতে এখনও অন্তর্ভুক্ত করিনি। তাকে ধরেই নিয়েছে সে টেস্ট বোলার। প্রশ্ন: তাহলে দল ঘোষণা করবেন কবে? ফারুক আহমেদ: বৃহস্পতিবার ফাইনাল মিটিং হবে, সেখানে দল নির্বাচন হবে। ফাইনালি বলছি, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন মাথায় রেখে আমরা দল নির্বাচন করব। সবকিছু আমাদের বিবেচনায় আছে। একুশে সংবাদ ডটকম/আর/২৪-০৭-০১৪:
Link copied!