AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলজেরিয়ার নিখোঁজ বিমান নাইজারে বিধ্বস্ত


Ekushey Sangbad

১২:২১ পিএম, জুলাই ২৪, ২০১৪
আলজেরিয়ার নিখোঁজ বিমান নাইজারে বিধ্বস্ত

একুশে সংবাদ ডেস্ক : ১১৬ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া এয়ার আলজেরিয়ার বিমানটি নাইজারে বিধ্বস্ত হয়েছে।স্থানীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে । এয়ার আলজেরির উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আলজেরি প্রেস সার্ভিস (এপিএস) জানিয়েছে, বৃহস্পতিবার ওয়াদৌগৌ থেকে আলজিয়ার্সগামী উড়োজাহাজটি উড্ডয়নের ৫০ মিনিট পর থেকে বিমান পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে এটির সবরকমের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার দুপুরে জানিয়েছে, এএইচ৫০১৭ নং আন্তর্জাতিক ফ্লাইটটি উড্ডয়নের পৌনে এক ঘণ্টারও বেশি সময় পর থেকে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারায়। বুরকিনা ফাসো থেকে আলজেরিয়ায় যাওয়ার পথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি ও রয়টার্সের। সুইফটএয়ারের ওয়েবসাইটের বার্তায় জানা গেছে— স্থানীয় সময় গত রাত ১টা ১৭ মিনিটে এয়ার আলজেরিয়ার বিমানটি বুরকিনা ফাসো থেকে যাত্রা শুরু করে। ভোর ৫টা ১০ মিনিটে এটির আলজেরিয়ায় পৌঁছানোর কথা ছিল। এয়ার আলজেরীয় ফ্লাইট এএইচ ৫০১৭ ওয়াগাডউগু বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫০ মিনিট পর নিয়ন্ত্রণ কক্ষের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটিতে শতাধিক আরোহী রয়েছে। এমডি-৮৩ উড়োজাহাজটির ১১৬ জন আরোহীর মধ্যে ১১০ জন যাত্রী ও ছয় জন ক্রু রয়েছেন। উড়োজাহাজটির আরোহীদের মধ্যে বেশিরভাগই আলজেরিয়ান নাগরিক ছিলেন।স্পেনের বেসরকারি বিমান পরিবহন সংস্থা সুইফটএয়ারের কাছ থেকে ভাড়া করা হয়েছিল বিমানটি। একুশে সংবাদ ডটকম/এফরান/২৪.০৭.০১৪
Link copied!