AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলজেরীয় বিধ্বস্ত বিমানের কোনো আরোহী বেঁচে নেই


Ekushey Sangbad

০৬:২৬ এএম, জুলাই ২৬, ২০১৪
আলজেরীয় বিধ্বস্ত বিমানের কোনো আরোহী বেঁচে নেই

একুশে সংবাদ : মালিতে বিধ্বস্ত আলজেরীয় এএইচ ৫০১৭ বিমানটির কোনো আরোহী বেঁচে নেই বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। মালির কাছে বিমান বিধ্বস্তস্থলে গিয়ে ফরাসি সেনারা কেবল একটি ফ্লাইট ডাটা রেকর্ডার উদ্ধার করতে পেরেছে বলে জানান তিনি। খারাপ আবহাওয়ার কারণেই খুব সম্ভবত বিমানটি বিধ্বস্ত হয় বলে শুক্রবার জানিয়েছেন ফ্রান্সের কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, মাটিতে আছড়ে পড়ে বিমানটি ভেঙে গেছে। এতে করে বোঝা যায় বিমানটি কোনো হামলার শিকার হয়নি। তাছাড়া স্বল্প পরিসরে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকা এবং জ্বালানির তীব্র গন্ধ থেকে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়া, যান্ত্রিক কোনো ত্রুটি বা এ ধরনের কোনো কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে, বলেছেন ফ্রান্সের পরিবহনমন্ত্রী। বৃহস্পতিবার ১১৬ জন আরোহী নিয়ে বুরকিনা ফাসো থেকে আলজেরিয়া যাওয়ার পথে বিধ্বস্ত হয় এএইচ৫০১৭। পরে কয়েক ঘণ্টার তল্লাশি শেষে মালির গোসি ও বুরকিনা ফাসোর সীমান্তের মধ্যবর্তী স্থানে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। ওই এলাকায় তুয়ারেজ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ রয়েছে এবং এলাকাটিও দুর্গম। উড়োজাহাজটির ১১৬ জন আরোহীর মধ্যে ১১০ জন যাত্রী ও ছয় জন ক্রু। স্পেনের বেসরকারি বিমান পরিবহন সংস্থা সুইফটএয়ারের কাছ থেকে ভাড়া করা হয়েছিল বিমানটি। এয়ার আলজেরি জানায়, বিধ্বস্ত বিমানটির যাত্রীদের মধ্যে ফ্রান্সের ৫১ জন নাগরিক ছিলেন। এছাড়া বুরকিনা ফাসোর ২৪ জন, লেবাননের আটজন, আলজেরিয়ার চারজন এবং লুক্সেমবার্গের দুইজনের নাম রয়েছে যাত্রীদের তালিকায়। একুশে সংবাদ ডটকম/আর/২৬-০৭-০১৪:
Link copied!