AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিষ্ক্রিয় মস্তিষ্কে খেলেন নেইমার!


Ekushey Sangbad

০৭:৩১ এএম, জুলাই ২৬, ২০১৪
নিষ্ক্রিয় মস্তিষ্কে খেলেন নেইমার!

একুশে সংবাদ : বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার দ্য সিলভা। তার পায়ের কারিকরি দেখে মুগ্ধ হননি এমন ফুটবল ভক্তের সংখ্যা নেহাত কম। কিন্তু অবাক করা হলেও সত্য নেইমার যখন প্রতিপক্ষের খেলোয়াড়ের সামনে বল নিয়ে নানান রকম কারিকরি করেন তখন তার মস্তিষ্ক নিষ্ক্রিয় থাকে। শুধু নিষ্ক্রিয় থাকে বললে ভুল হবে, স্বাভাবিকের চেয়ে দশ গুণ বেশি নিষ্ক্রিয় থাকে। এমনটাই দাবি করেছেন জাপানের একদল গবেষক। বার্সেলোনার হয়ে খেলা একটি ম্যাচে নেইমারের ওপর চালানো হয় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা। সেখানেই জানা যায়, নেইমার যখন বল পায়ে খুব দ্রুত তার পায়ের পাতা নাড়াতে থাকেন, তখন তার মস্তিষ্ক প্রায় কাজ করে না বললেই চলে। আর সে কারণে বল পায়ে নেইমার যে কাজগুলো করেন সেগুলো কোনোটাই তার ইচ্ছাকৃত নয়, পুরোটাই করতে থাকেন অবচেতন মনে! গবেষকরা একে তুলনা করেছেন প্লেনের অটো-পাইলট অবস্থার সঙ্গে। গবেষক দলের অন্যতম সদস্য ইলিচি ন্যাটিও এ বিষয়ে বলেন, ‘এমআরআই পরীক্ষা থেকে আমরা জানতে পেরেছি, নেইমারের মস্তিষ্কের কর্মক্ষমতা তখন একজন অপেশাদার খেলোয়াড়ের মস্তিষ্কের চেয়ে অন্তত দশ ভাগ কমে যায়। সম্ভবত জিনগত কারণেই এমনটা ঘটে থাকে তার ক্ষেত্রে। আর তার অনুশীলনের ধরনটাও তাকে এমন হতে সাহায্য করেছে।’ শুধু নেইমার নয়, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মস্তিষ্কও একইভাবে কাজ করে বলেও গবেষক দলের বিশ্বাস। কারণ তারাও তো একইভাবে নেইমারের মতো কারিকরি দেখান। মূলত এটা সব খেলোয়াড়ের মধ্যে থাকে না। রোনালদো, মেসি আর নেইমারদের মতো তারকাদের মস্তিষ্কই এমনটা করে থাকে। একুশে সংবাদ ডটকম/আর/২৬-০৭-০১৪:
Link copied!