AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিবেশ ও কৃষি শিল্প রক্ষা করার দাবি জাতীয় গণফ্রন্টের


Ekushey Sangbad

০৮:৩৭ এএম, আগস্ট ১০, ২০১৪
পরিবেশ ও কৃষি শিল্প রক্ষা করার দাবি জাতীয় গণফ্রন্টের

একুশে সংবাদ: গঙ্গা, তিস্তা, বরাক নদীসহ আন্তর্জাতিক অভিন্ন ৫৪টি নদীর পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করে প্রাকৃতিক পরিবেশ ও কৃষি শিল্প রক্ষা করার দাবি জানিয়েছে জাতীয় গণফ্রন্ট। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সমন্বয়ক টিপু বিশ্বাস এ দাবি জানান। টিপু বিশ্বাস বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও তাদের তাবেদার বর্তমান রাষ্ট্রব্যবস্থায় সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশ আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না। তাই পানির ন্যায্য হিস্যার জন্য বর্তমান নতজানু পররাষ্ট্র্র সরকারকে উচ্ছেদ করতে হবে। গণআন্দোলন ও বিপ্লবী গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে। এই জন্য প্রকৃত বামপন্থী, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, কৃষকরা সারা বছর কাজ করে ন্যায্য মজুরি ও ফসলের ন্যায্য মূল্য পায় না। তিনি আরো বলেন, কৃষিভিত্তিক শ্রমনির্ভর ছোট ছোট শিল্প গড়ে তোলাসহ, বন্ধ শিল্প কলকারখানা চালু করতে হবে। শ্রমিকদের কাজ, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন করার পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে। এসময় পাহাড়িসহ ক্ষুদ্র জাতিসত্তা, সংখ্যালঘু ভাষাভাষী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধসহ সাত দফা দাবি তুলে ধরেন সংগঠনের সমন্বয়ক। সংবাদ সম্মেলনে টিপু বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, রজত হুদা, আবু তাহের, ছমির উদ্দিন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ছালমান রহমান প্রমুখ। একুশে সংবাদ ডট কম/মামুন/১০.০৮.২০১৪
Link copied!