AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথম প্রেমের ভুল থেকে মেয়েরা যা শিখে


Ekushey Sangbad

০৮:৩১ এএম, আগস্ট ১১, ২০১৪
প্রথম প্রেমের ভুল থেকে মেয়েরা যা শিখে

একুশে সংবাদ: প্রথম প্রেম মানেই জীবনের সবচাইতে সুন্দর অভিজ্ঞতা। এর সাথে কোন কিছুর তুলনা চলে না । প্রথম প্রেম মোটেও বিশেষ কিছু নয়। বরং বলা যায় সবচাইতে গুরুত্বহীন। একটা বয়সে সকলেই প্রেমে পড়তে উদগ্রীব থাকি আর তখনই হুটহাট প্রেমটা হয়ে যায়। এবং সত্যি বলতে, পৃথিবীর বেশিরভাগ মানুষের প্রথম প্রেমটাই কিন্তু সফল হয় না আর সেটা খুবই স্বাভাবিক। বরং প্রথম প্রেমটা হয় বেশিরভাগ মানুষের জন্যই একটা বিশেষ শিক্ষা। একজন নারী প্রথম প্রেমের ভুল থেকে কী কী শিখে থাকেন: ১) প্রথম প্রেমেই শারীরিকভাবে বেশি ঘনিষ্ঠ হতে নেই প্রথম প্রেমের ভুল থেকে মেয়েরা সবার আগে যা শেখে সেটা এই শিক্ষাই। প্রথম প্রেম যেহেতু ব্যর্থ হবার সম্ভাবনাই বেশি থাকে, তাই শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়া হচ্ছে এক্ষেত্রে সবচাইতে বড় ভুল যার জন্য আজীবন পস্তাতে হয়। ২) বিয়ে করতে হয় তাঁকেই, যে বাচ্চা ভালোবাসে। যে ছেলে বাচ্চা ভালোবাসে না, তাঁর সাথে প্রেম করেও লাভ নেই। কেননা সেই প্রেম কখনো বিয়ের দিকে যাবে না। বাচ্চা ভালো না বাসা পুরুষেরা বিয়েতেও আগ্রহী থাকে না। ৩) কেবল দেখতে সুন্দর হলেই ভালো মানুষ হয় না প্রথম প্রেমে মানুষের চেহারা বা বাহ্যিক সৌন্দর্যটাই সবচাইতে বড় ভূমিকা পালন করে থাকে। একটি ছেলে কেবল দেখতে সুন্দর, পেশীবহুল শরীর আছে বা সুন্দর পোশাক পরে- এটুকু থাকা মানেই যে সে ভালো ও যোগ্য মানুষ, এই ধারণাটা মেয়েদের প্রথম প্রেমের পরেই ভাঙে। ৪) পুরুষের সবচাইতে বড় সৌন্দর্য তাঁর ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা: একজন বুদ্ধিমান মানুষ মাত্রই তাঁর নিজস্ব একটি ব্যক্তিত্ব থাকবে। আর ব্যক্তিত্ববান ও রুচিশীল পুরুষ হচ্ছেন আদর্শ প্রেমিক ও স্বামী। ৫) প্রেমিক হিসাবে আসলে কী চান: প্রথম প্রেমটা মানুষের ভুলই হয়ে থাকে। আর এই ভুলটা করেই মেয়েরা বুঝতে পারে যে আসলে কেমন স্বামী বা প্রেমিক চাই তাঁর। ৬) জ্ঞানচর্চার অভ্যাস নেই এমন পুরুষ থেকে দূরে থাকাই উত্তম: যে মানুষ পৃথিবীর কোন খবর রাখে না, যে বই পড়ে না কিংবা যার জ্ঞান চর্চার স্বভাব নেই- এমন পুরুষ যে প্রেমিক বা স্বামী হিসাবে অতি জঘন্য, সেটা বুদ্ধিমতী মেয়েরা প্রথম প্রেমের পরেই বুঝে নেয়। ৭) বিয়ে তাঁকেই করতে হবে,যিনি আজীবনের সঙ্গিনী চান: বিয়ে কোন ছেলেখেলা নয়। প্রেম প্রেম খেলে বেড়ানো ছেলেরা মূলত চরিত্রহীন হয়। যিনি আসলেই বিয়ে করে সংসার পাততে চান, এমন মানসিকতার পুরুষের সাথেই প্রেম করা উচিত। ৮) মন তাঁকেই দিতে হবে, যে মনকে যতেœ রাখবে : যাকে তাঁকে মন দিলে কি হবে? মন কি এতই সস্তা? ৯) কীভাবে ঝগড়া করতে হবে: আর কিছু হোক বা না হোক, কীভাবে ঝগড়ার সময় কৌশলী হতে হবে সেটা প্রথম প্রেমে মেয়েরা ভালোই শিখে ফেলেন। ১০) ভালো তাঁকেই বাসা উচিত, যিনি ভালবাসতে জানেন: ভালোবাসা একটি সম্পূর্ণ দুই তরফা ব্যাপার। এটা তখনই সুন্দর যখন দুজন মানুষ পরস্পরকে সমান ভালোবাসেন। একুশে সংবাদ ডট কম/মামুন/১১.০৮.২০১৪
Link copied!