AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে পানিবন্দি হয়ে পড়েছে হাজার মানুষ


Ekushey Sangbad

১০:০০ এএম, আগস্ট ১৭, ২০১৪
কুড়িগ্রামে পানিবন্দি হয়ে পড়েছে হাজার মানুষ

একুশে সংবাদ: কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে নিম্নাঞ্চলের শতাধিক চর ও দ্বীপচর। তলিয়ে গেছে ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ও সবজি ক্ষেত। এছাড়া বসতভিটায় পানি প্রবেশ করায় এসব এলাকার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কুড়িগ্রামের ধরলার পাড় এলাকার আব্দুল খারেক জানান, ‘স্যালো মেশিনে সেচ দিয়ে ৩ একর জমিতে রোপা আমন লাগিয়েছি। সেগুলো সব পানির নীচে তলিয়ে গেছে।’ কদমতলা গ্রামের জুলহাস মিয়া জানান, তিনি দুই একর জমিতে বেগুন ও ঢ্যাঁঢ়স চাষ করেছিলেন। কিন্তু রাতে বন্যার পানিতে সব তলিয়ে গেছে। এদিকে দুধকুমার নদীর তীব্র স্রোতে সোনাহাট স্থল বন্দরের সংযোগ স্থাপনকারী সোনাহাট সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সোনাহাট স্থল বন্দরের যোগাযোগ ব্যবস্থা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ৫৯ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৫১ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি অপরিবর্তিত রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। একুশে সংবাদ ডট কম/মামুন/১৭.০৮.২০১৪
Link copied!