AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোচ মেরামতে ৮০ কোটি টাকা চায় রেলওয়ে!


Ekushey Sangbad

০৫:৩৬ এএম, আগস্ট ১৮, ২০১৪
কোচ মেরামতে ৮০ কোটি টাকা চায় রেলওয়ে!

একুশে সংবাদ : ৫০টি ব্রডগেজ (বিজি) ও ৫০টি মিটারগেজ (এমজি) কোচ মেরামতের জন্য ৮০ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ চেয়ে পরিকল্পনা কমিশনকে চিঠি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে প্রতিটি যাত্রীবাহী কোচ মেরামতের জন্য ৮০ লাখ ৯৬ হাজার টাকার প্রস্তাব দিয়েছে। এছাড়া ৩০০টি কোচ দেশের বিভিন্ন ওয়ার্কশপে মেরামতের অপেক্ষায় বিকল হয়ে পড়ে আছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলের মহাপরিচালক (ডিজি) তাফাজ্জল হোসেন জানান, মিটারগেজ ও ব্রডগেজের ১০০টি কোচ মেরামতের জন্য বাংলাদেশ রেলওয়ে ৮০ কোটি ৯২ লাখ টাকা চেয়ে পরিকল্পনা কমিশনে চিঠি দিয়েছে। এ বিষয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা হবে। সভা আমাদের প্রস্তাব গ্রহণ করলেই পরে প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) চূড়ান্ত অনুমোদনের জন্য ওঠানো হবে। তিনি জানান, এখনও ৩০০টি কোচ মেরামতের জন্য ওয়ার্কশপে বিকল হয়ে পড়ে আছে। এছাড়া সামনে আমাদের কিছু নতুন কোচ কিনতে হবে, কারণ অনেক কোচ মেরামতের পরেও চলার উপযোগী হবে না। ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জন্য ৫০টি এমজি ও ৫০টি বিজি যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের আওতায় জুলাই ২০১৪ থেকে জুন ২০১৭ মেয়াদে নীলফামারী জেলার সৈয়দপুর ওয়ার্কসপে মেরামত করা হবে। যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসনের মাধ্যমে ক্যারেজের ব্যাক লগ দূর করা এবং যাত্রীবাহী ক্যারেজের স্বল্পতা দূর হবে। পরিকল্পনা সূত্রে জানা গেছে, ৬ষ্ঠ পঞ্চমবার্ষিকী পরিকল্পনায় ৫৬০টি যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসনের টার্গেট রয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় ৬ আইটেম বৈদেশিক ও ৩৬৯ আইটেম লোকাল স্পেয়ার পার্টস সংগ্রহ করা হবে। এছাড়াও প্রকল্পের আওতায় ১টি জিপ, ১টি ডাবল কেবিন পিক-আপ, ২টি ফর্ম লিফট ও অফিস ইক্যুইপমেন্ট কেনা হবে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মোট ১ হাজার ১৬৫টি মিটারগেজ এবং ৩২৪টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ চলমান রয়েছে। রাজস্ব বাজেটে অর্থ স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ী কোচগুলো ভালোমতো মেরামত করা সম্ভব হয়নি। এছাড়া অধিকাংশ কোচগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। রেলওয়ে সূত্র আরও জানায়, সৈয়দপুর ওয়ার্কশপে ২ হাজার ৮৩৯ জন জনবলের বিপরীতে ২ হাজার ১০০ জন কর্মচারী কর্মরত রয়েছেন। এ কারণে ক্যারেজগুলোর নিয়মিত সংরক্ষণ ও মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে সৈয়দপুর ওয়ার্কশপে ৪৬৪টি এমজি এবং ১৩৬টি বিজি কোচ জেনারেল ওভারহেলিং মেরামতের কাজ অপেক্ষমাণ রয়েছে। যার মধ্যে ৫০টি এমজি এবং ৫০টি বিজি কোচের অবস্থা অধিকতর খারাপ। রেলওয়ে জানায়, প্রস্তাবিত প্রকল্পের আওতায় এ কোচগুলো মেরামত করার পর বাকি ক্যারেজগুলো রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন সময়ে মেরামত করা হবে। ইতোমধ্যে উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৩৮৯টি এমজি এবং ১৩৮টি বিজি যাত্রীবাহী কোচ মেরামত করা হয়েছে। একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৮-০১৪:
Link copied!