AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সম্পর্ককে জোড়া লাগানোর পাঁচ উপায় !


Ekushey Sangbad

০৬:১২ এএম, আগস্ট ১৮, ২০১৪
সম্পর্ককে জোড়া লাগানোর পাঁচ উপায় !

একুশে সংবাদ : সেই কবে কলেজে পড়তে বলেছিলেন ভালোবাসি। তারপর গড়িয়েছে অনেক পানি। কেটে গেছে টানা দশ বছর। প্রেম থেকে বিয়ে। এর পর ছয় বছরের সংসার। তবে সব ভালোবাসাই যেনো জানালা দিয়ে পালিয়ে যায় এক সময়। এখন সম্পর্ক যে আর আগের মতো মাখামাখা নয়। একে অন্যকে সহ্য করাটাই তো জুলুম। এমন পরিস্থিতি অনেকের জীবনেই আসে। তবে মানুষকেই তো সব ঝড়ঝঞ্ঝার মুখোমুখি হতে হয়। হয়তো তাতে ক্ষত তৈরি হয়। তবে সেই ক্ষতকে সারিয়ে তোলাইতো মানুষের ধর্ম। আসুন জেনে নিন আমরা সঙ্গীর সঙ্গে যদি সম্পর্ক ভেঙ্গে যাওয়ার উপক্রম হয় সেই সম্পর্ককে জোড়া লাগানোর পাঁচ উপায়। অনেক পুরনো সম্পর্ক নতুন করে গড়ে তুলতে গেল যেটা দরকার, সেটা হল খানিকটা সময়। মনোবিদরা বলছেন, ৫টা জিনিস করলে আর দুপক্ষ নিজেদের গোঁ ধরা ভাসিয়ে দিতে পারলেই কিন্তু ভেঙে যাওয়া কাঁচ জোড়া লাগানো সম্ভব। ১. দেখা করুন, কথা বলুন : আরে বাবা, কী হবে না হবে এসব ভুলে একবার ফোনটা করেই দেখুন না। একে অপরের সঙ্গে যতটা বেশি কথা বলবেন, দেখবেন সব সহজ হয়ে যাচ্ছে। অতীতে যে যে কারণে ভাঙন ধরেছিল সেগুলো শুধরোতে কথা বলা সাহায্য করবে। তবে হ্যাঁ, যখন কথা বলবেন নিজের পুষে রাখা রাগগুলো সব ঝেড়ে কাষবেন একে অপরের সামনে। কিন্তু দোষ ধরা যাবে না। আসলে পরিস্থিতি যাতে আরও ঘোলাটে না হয়, তার জন্যই তো সাহস করে কথা বলে উঠতে পারেননি। তাই নিজের ইগোগুলোকে পাশে রেখে এসে কথা বলুন দেখা করুন। ২. সময় দিন : নতুন করে পুরনো সম্পর্ক ফিরে পেতে যেটা দরকার একটু বেশি মনোযোগী হওয়া, সম্পর্কটা নিয়ে। ট্যাগ লাইন হতে পারে- ‘সম্পর্ক সারাতে সময়`। পেশাদারিত্ত আর উদাসীনতা দূরে সরিয়ে মন দিন আপনার সঙ্গীর প্রতি। কাজের ফাঁকে এক আধটা এস এম এস। কিংবা হঠাৎ অফিস থেকে ফিরে সিনেমায় চলে যাওয়া। এই সব। বিস্তারে বলার দরকার আছে কী? আপনার সঙ্গীকে ছাড়া যেতে হবে এমন সব সামাজিক অনুষ্ঠান কদিন বাদ দিনতো। ৩. ডেটিং : হ্যাঁ। নতুন করে পকেট হালকা করতে হবে। ডেটিংয়ে যান। একবার যদি বুঝতে পারেন এর ওর পেছনে ছোটার থেকে দুজনে একসঙ্গে থাকলেই নিরাপদ। তাহলেই দেখবেন ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে। সেক্ষেত্রে কার্যকরি হতে পারে ডেটিংয়ে যাওয়া। আপনার শহরের অচেনা জেয়গায় ঘুরে আসতে পারেন দুজনে। না বাড়িতে বসে নেট ঝাপা সিনেমা নয়। যেতে হবে হলে কিংবা ডিনারে। সম্পর্কের একঘেয়েমি কাটাতে এগুলো সাহায্য করবে। ৪. ঘনিষ্ঠতা : মনবিদরা বলছেন, মনের কথা, একান্ত ঘনিষ্ট হওয়া এসব দুজনের মধ্যে হারিয়ে যাওয়া সম্পর্কে ভাঙন ধরানোর জন্য মূল অভিযুক্ত। মনোবিদদের মতে, যত বেশি শারীরিক সম্পর্ক স্থাপিত হবে ততো দুজনের মধ্যে একাত্মতা বাড়বে। যদি সম্পর্ক ফিরে দাঁড় করাতে হয়, তাহলে সময় এবার নিজেদের যৌন জীবন নিয়ে একটু বেশি ভাবার। বৈচিত্র আনতে হবে যৌনতাতেও। ৫. শোনার ধৈর্য তৈরি করুন : একতরফা বকবক নয়। এবার একটু শোনার মানসিকতা তৈরি করুন। আপনি যদি চান আপনাকে সে গুরুত্ব দিক, তাহলে প্রয়োজন আপনারও তাঁকে একটু বেশি গুরুত্ব দেওয়া। আপনার একতরফা বয়ান বার্তা শুরু করার আগে প্রয়োজন সে কী বলতে চায় সেটা শোনার। ও একটু বোঝার। তার কী মত সেটা না জেনেই একতরফা ফয়সালা শোনানোর গোঁ থাকলে ত্যাগ করতে হবে সেটাকেও। আপনার মনের যে সব কৌতুহল, সময় দিলে দেখবেন আপনার সঙ্গী ধীরে ধীরে তার উত্তর দিতে শুরু করেছে। একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৮-০১৪:
Link copied!