AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৫৪তম প্রতিষ্ঠা দিবস পালিত


Ekushey Sangbad

০৭:১২ এএম, আগস্ট ১৮, ২০১৪
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৫৪তম প্রতিষ্ঠা দিবস পালিত

একুশে সংবাদঃ ‘খাদ্যেই শক্তি, কৃষিতেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশ আর নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে কৃষি শিক্ষা ও গবেষণার অন্যতম বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৪তম প্রতিষ্ঠা দিবস। সোমবার বাকৃবির ৫৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো: রফিকুল হক। পরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি স্মৃতিস্তম্ভ চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কে.বি স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘কৃষি উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জহিরুল হক খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো: রফিকুল হক। সভাপতির বক্তব্যে বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মোঃ রফিকুল হক বলেন, ‘স্বাধীনতার পর এদেশ খাদ্যশস্য উৎপাদনে অসামান্য সফলতা অর্জন করেছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে মাছ, মাংস, দুধ, ডিম, ফল ও শাক-সবজির উৎপাদন। আর এর পেছনে মূল ভূমিকা পালন করে আসছে বাকৃবির মেধাবী কৃষিবিদ ও বিজ্ঞানীরা’। একুশে সংবাদ ডটকম/মো: আব্দুর রহমান, শিক্ষার্থী ও সাংবাদিক/১৮.০৮.১৪।
Link copied!