AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনায় আমন চাষে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা


Ekushey Sangbad

০৯:০৩ এএম, আগস্ট ১৮, ২০১৪
খুলনায় আমন চাষে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা

একুশে সংবাদ: কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় এবার খুলনা জেলায় আমন চাষে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন এখানকার কৃষকরা। পানির অভাবে ক্ষেতে লাঙলের ফলা বসছে না। নিম্নচাপ না হওয়ায় ভারি বর্ষণও হচ্ছে না। এতে এ জেলায় ব্যহত হচ্ছে আমন আবাদ। এবার জেলার প্রায় ৯২ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার মধ্যে ৮ হাজার ৩৫ হেক্টর জমিতে আমন চারা রোপণ করা হয়েছে। মৌসুমের বাকি মাত্র ১৫ দিন। জেলার বিভিন্ন উপজেলায় আমন চাষাবাদের জন্য সেচযন্ত্রের মাধ্যমে পানি তুলে আবাদ করতে হচ্ছে। ফলে আমন চাষে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা আমন চাষিদের। আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানা গেছে , জুন মাসে ৫১০ মি.মি কাঙ্খিত বৃষ্টিপাতের স্থলে এবার বৃষ্টি হয়েছে ৪৪৭ মি.মি, জুলাই মাসে কাঙ্খিত ৩৬০ মি.মি স্থলে ৩৪৪ মি.মি, আগস্ট মাসের গত ১১ দিনে ৯৬ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের জুন মাসের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক অপেক্ষা ২৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। খুলনা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, এবার বৃষ্টিপাতের পরিমাণ গতবারের চেয়ে কম। গত বছর (২০১৩) বর্ষা মৌসুমের শুরুতে মে মাসে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৪৩০ মিলিমিটার এবার (২০১৪) মে মাসে বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ১১৮ মিলিমিটার। গত বছর (২০১৩) জুন মাসে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২১১ মিলিমিটার এবার (২০১৪) জুন মাসে ৪৪৭ মিলিমিটার। পাইকগাছা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ধ্রুব জ্যোতি সরকার জানান, বৃষ্টির অভাবে আমন আবাদে বিলম্ব হচ্ছে। উপজেলায় এ বছর ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৩ হাজার ১০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। দাকোপ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, এ উপজেলায় এবার ১৯ হাজার ২০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ পর্যন্ত আবাদ হয়েছে মাত্র ১ হাজার হেক্টর জমিতে। এ অঞ্চলে নাবিতে (দেরি) আমন আবাদ হয়। আগামী ১৫ দিনের মধ্যে আমন ধান লাগানো শেষ হবে। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বৃষ্টির অভাবে কৃষক হতাশ হয়ে পড়েছে। ডুমুরিয়ায় আমন আবাদ নিয়ে কৃষকরা উদ্বেগ উৎকণ্ঠায় আছে। ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা ইউনিয়নের অধিকাংশ আবাদী জমিতে কাঙ্খিত পানি নেই। ফলে এ উপজেলার অধিকাংশ কৃষকরা সেচযন্ত্র ব্যবহার করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় এ মৌসুমে ৯১ হাজার হেক্টর জমিতে আবাদ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ১১ আগস্ট পর্যন্ত ৮ হাজার ৩৫ হেক্টর জমিতে আবাদ শেষ হয়েছে। ওই সূত্র দাবি করেছে আগামী সপ্তাহ খানেকের মধ্যে আবাদ শেষ হবে। একুশে সংবাদ ডট কম/মামুন/১৮.০৮.২০১৪
Link copied!