AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিয়ামত দিবসে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা


Ekushey Sangbad

০৯:১৯ এএম, আগস্ট ১৮, ২০১৪
কিয়ামত দিবসে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা

একুশে সংবাদ : কুরআন ও বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে, হাসরের ময়দান হবে সমতল ভূমি। সেখানে কোনো পাহাড় কোনো উপশাখা কিংবা নদ-নদী থাকবে না। কোনো নিচু ভূমি কিংবা টিলাও থাকবে না। আল্লাহ্ তা’আলা বলেন: “তারা তোমাকে পর্বতসমূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বল আমার প্রতিপালক তার সমূলে উত্পাটন করে বিক্ষিপ্ত করে দেবেন। অতঃপর তিনি তাকে মসৃণ সমতল ময়দানে পরিণত করবেন। যাতে তুমি বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না।” আল্লাহ্ তা’আলা আরও বলেন: “স্মরণ কর সেদিনের কথা যেদিন পর্বতমালাকে সঞ্চালিত করব এবং তুমি পৃথিবীকে দেখবে উন্মুক্ত প্রান্তর, সেদিন তাদের সবাইকে আমি সমবেত করব এবং তাদের কাউকে অব্যাহতি দিব না।” হাদিস শরিফে আছে— “কিয়ামত দিবসে মানুষকে এক শুভ্র ঘাম পানিহীন পরিচ্ছন্ন সাদা ময়দার বুটির মতো ভূমির ওপর সমবেত করা হবে, যেখানে কারো কোনো চিহ্ন থাকবে না।” অতঃপর বান্দার সব আমলের হিসাব-নিকাশ শুরু হবে। ছোট-বড় কোনো আমলই বাদ পড়বে না। এ প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা বলেন: “তাদের আমার কাছে ফিরে আসতে হবে, অতঃপর আমি অবশ্যই তাদের হিসাব নেব।” হিসাব-নিকাশ হবে প্রত্যেকে তার হাতে যে নিখুঁত আমলনামা দেয়া হবে পড়ার জন্য তার ওপর ভিত্তি করে। এ প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা বলেন: “যাদের ডান হাতে কিতাব বা আমলনামা দেয়া হবে তারা তাদের কিতাব পড়বে তাদের সামান্যতম জুলুম করা হবে না।” আল্লাহ্ তা’আলা আরও বলেন: “তখন যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে সে বলবে— লও তোমার আমলনামা, পড়ে দেখ। আমি জানতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। সুতরাং সন্তোষজনক জীবন লাভ করবে। সুমহান জান্নাতে। যার ফলগুলো অবনমিত থাকবে না মুখের মধ্যে। তাদের বলা হবে পানাহার কর তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময়ে। আর যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে হায়। আমাকে যদি আমার আমলনামা দেয়া না হতো এবং আমি যদি না জানতাম আমার হিসাব।” একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৮-০১৪:
Link copied!