AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতিহাস লিখলে সেটা কারও পক্ষে বা বিপক্ষে যাবে


Ekushey Sangbad

১০:১৪ এএম, আগস্ট ১৮, ২০১৪
ইতিহাস লিখলে সেটা কারও পক্ষে বা বিপক্ষে যাবে

একুশে সংবাদ : বাংলাদেশের একটি বামপন্থি দল জাসদের রাজনীতি এবং শেখ মুজিবুর রহমান সম্পর্কে দলটির নেতাদের মূল্যায়ন নিয়ে প্রকাশিতব্য এক বই নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বইটির লেখক মহিউদ্দিন আহমদ বলেছেন তার প্রকাশিতব্য বইটির মাধ্যমে তিনি ইতিহাসকে উদঘাটন করতে চাইছেন। আওয়ামী লীগ এবং জাসদের রাজনৈতিক ঐক্যে ‘ফাটল’ ধরানো তার এই লেখার উদ্দেশ্য নয়। বাংলাদেশে ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ঘটনা প্রবাহের সময় তৎকালীন জাসদের নেতারা কে কোথায় ছিলেন এবং সেই হত্যাকাণ্ডের বিষয়ে জাসদ নেতৃত্বের মনোভাব কেমন ছিল তা উঠে এসেছে পত্রিকায় প্রকাশিত লেখাগুলোতে। উল্লেখ্য, লেখক মহিউদ্দিন আহমদ নিজেও এক সময় জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জাসদের একটি পত্রিকা ‘দৈনিক গণকণ্ঠে’ সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। পত্রিকায় এই লেখা ছাপা হওয়ার পর জাসদের কোন কোন নেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখিয়েছেন। মি. আহমদের লেখাকে জাসদের এক নেতা ‘কল্পনাপ্রসূত’ বলেও বর্ণনা করেছেন। লেখক মহিউদ্দিন আহমদ বলেন, তিনি অনেক যাচাই বাছাই করেই তথ্যগুলো তার বইতে অন্তর্ভুক্ত করেছেন। তিনি জানান, আমি প্রকাশিত অনেক রেফারেন্স ব্যবহার করেছি। আবার অনেকের সাথে কথা বলেছি। যাদের সঙ্গে কথা বলেছি তার সবকিছু যে আমি নিয়েছি তা তো নয়। আমার তো নিজেরও যাচাই-বাছাই করার একটা কমনসেন্স আছে। মি. আহমদ জানান, তিনি যাদের সঙ্গে কথা বলেছেন সে সব ব্যক্তির বিশ্বাসযোগ্যতা যাচাই করেছেন। এ বইয়ের সবচেয়ে বিতর্কিত অংশটি হচ্ছে শেখ মুজিবুর রহমান সম্পর্কে জাসদের কর্নেল তাহেরের মূল্যায়ন। কর্নেল তাহের শেখ মুজিবুর রহমানের লাশ কবর দেয়ার পরিবর্তে সাগরে ভাসিয়ে দেয়া উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন বলে বইটিতে দাবি করা হয়। মহিউদ্দিন আহমদ তার লেখার একটি জায়গায় বলেন, তাহের আক্ষেপ করে নঈমকে বললেন, ‘ওরা বড় রকমের একটা ভুল করেছে। শেখ মুজিবকে কবর দিতে অ্যালাও করা ঠিক হয়নি। এখন তো সেখানে মাজার হবে। উচিত ছিল লাশটা বঙ্গোপসাগরে ফেলে দেয়া।’ বইতে দাবি করা হয়, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের পর গণবাহিনীর পক্ষ থেকে একটি লিফলেটও প্রচার করা হয়। লিফলেটের শিরোনাম ছিল, ‘খুনি মুজিব খুন হয়েছে অত্যাচারীর পতন অনিবার্য।’ মি. আহমদ বিবিসিকে বলেন, যারা তার লেখাকে ‘কল্পনাপ্রসূত’ বলে বর্ণনা করেছেন সেটা তাদেরকে প্রমাণ করতে হবে। উল্লেখ্য, বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে জাসদ। গবেষক মি. আহমদ বলেন, ইতিহাস লিখতে গেলে সেটা কারও পক্ষে কিংবা বিপক্ষে যাবে। মি. আহমেদের এ লেখা পত্রিকায় প্রকাশিত হওয়ার সময় এমন সমালোচনাও শোনা গেছে যে বর্তমানে আওয়ামী লীগ এবং জাসদের মধ্যে যে ঐক্য রয়েছে সেখানে ‘ফাটল’ ধরানোর জন্য এ লেখা। কিন্তু লেখক মহিউদ্দিন আহমদ সেটি পুরোপুরি নাকচ করে দিচ্ছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও জাসদের সম্পর্ক যদি এতই ঠুনকো হয় যে কারও কথায় সেখানে ফাটল ধরে যাবে, তাহলে আমার বলার কিছু নেই। মি. আহমদ বলেন, তার এ লেখার সমালোচনার চেয়ে প্রশংসা বেশি হচ্ছে। একুশে সংবাদ ডটকম/আর/১৮-০৮-০১৪:
Link copied!